Haylou Solar LS05 | দুই হাজার টাকা বাজেটে সেরা স্মার্টওয়াচ

বর্তমানে তরুনদের প্রায় সবাই স্মার্টওয়াচের দিকে ঝুকছে। মোবাইল না দেখেই নোটিফিকেশন দেখা, কে কল করলো, কল রিসিভ কিংবা রিজেক্ট , মিউজিক কন্ট্রোল , স্লিপ মনিটর, একটিভিটি মনিটর যদি হাত ঘুরালেই পাওয়া যায় তবে স্মার্ট ওয়াচ নিবেইনা বা কেন । তবে বাজেট টাইট থাকলে স্মার্ট ওয়াচ ম্যনেজ করা একটু কষ্টকর। সেই কারনেই তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মাত্র ২ হাজার টাকার বাজেটে একটি অসাধারন স্মার্টওয়াচ। তো শুরু করা যাক ?

HayLou Solar LS05 Review Bangla

আজকে কথা বলব বর্তমান মার্কেটের হাইপ Haylou Solar LS05 নিয়ে । অনেকেই মনে করে হায়লঅউ শাওমির একটা সাব ব্র্যান্ড , আসলে তা কিন্তু নাহ। এর মুল কোম্পানীর নাম Dongguan Liesheng Electronics । বাংলাদেশে বহুল পরিচিত QCY ব্র্যান্ডের ও মালিক এই কোম্পানী। এরা শাওমি থেকে বেশ ভাল ফান্ডিং পেয়েছিল। তো শুরু করা যাক ?

ডিসপ্লেঃ

Haylou Solar LS05 Display

হাত ঘড়ির মুল যে অংশ আপনি আমি সবাই দেখি মুলত তা হলো এর ডিসপ্লে। আর আমি পারসোনালি রাউন্ড স্মার্ট ওয়াচ পছন্দ করি। এই ঘড়িটির ডায়াল ১.২৮ ইঞ্চি গোল ডায়াল, যার রেজুলেশন ২৪০*২৪০ পিক্সেল। টাচ এই ডিসপ্লেটি মুলত একটি TFT প্যানেল। ডিসপ্লে বেশ ভাইব্রেন্ট আর ব্রাইট । সুর্যের আলোতে সমস্যা হবার কথানা। এর ব্ল্যাক লেভেল ও বেশ ভাল।

চার্জ ও সেন্সর

হায়লু সোলার ৫ এ আছে ৩৪০ মিলি এম্পিয়ারের ব্যাটারি। প্রায় ২ ঘন্টা ৩০ মিনিটে এই ঘড়িটি সম্পুর্ণ চার্জ হয়ে যায়। শাওমির মতে এতে একবার চার্জে ৩০ দিন চালানো যাবে। তবে আমার মনে হয়না সারাদিন কানেক্ট থাকলে, নোটিফিকেশন আসলে ১৫ থেকে ২০ দিনের বেশি চালানো যাবেনা । এটি ম্যাগনেটিক চার্জারে চার্জ হয়। জিংক এলয় দিয়ে তৈরি মেটালের এই স্মার্ট ওয়াচটিতে আছে ব্লুটুথ ৪.০ , যা একটু পুরাতন প্রযুক্তি। ২০২০ সালেও এসে ব্লুটুথ ৪ জিনিষটা আমার কাছে একটু বিরক্তিকর লেগেছে।

ব্যান্ড

এই ওয়াচের সাথে যে ব্যান্ডটি আসে তা সহজেই পাল্টানো যায়। এর কোয়ালিটি একদম সেরা না বললেও বলা যায় ভালই। হাত ঘুরালেি ডিসপ্লে অন হবে, কোন বাটন চাপার দরকার নেই। এই ব্যান্ডটিতে সহজেই ময়লা আকর্ষন করে। যদিও সহজেই ধোয়া যায়, তবে এটি দেখতে ভাল দেখায় না।

ওয়াটারপ্রুফ

ঘড়িটি IP68 ওয়াটার রেসিসটেন্স সহ আসে। তার মানে এটি সাধারন বৃষ্টি, সাতার এর সময় সমস্যা হবেনা ।

IP68 Waterproof

তবে এটিকে পানিতে বেশিদিন ঢুবিয়ে রাখলে সমিস্যা হইতারে ।

 সফ্টওয়্যারঃ

Haylou LS05 OS

এর সফটওয়্যার বেশ সাধারন। হোম স্ক্রিনে লং প্রেস করলে ওয়াচ ফেস পাল্টানোর অপশন আসবে। উপর থেকে নিচে সুয়াইপ করলে কুইক টগল পাবেন। যেখানে Find My Phone, Brightness, DND এবং Settings এর কুইক টগল পাবেন ।

Haylou LS05

বামদিকে সুআইপ করলে একসারসাইজ এ নিয়ে যাবে, তারপর আসে বিটিভির সন্ধ্যা সাতটার আবহাওয়ার খবর,তারপর স্লিপ মনিটর, হার্টরেটমনিটর। এখানে ১২ ধরনেট একটিভিটি ট্র্যাকার আছে। হাটা, দৌড়ানো, বাইকিং, ইয়োগা জগিং ব্লা ব্লা ব্লা । এইটায় GPS নেই, সো একটু ঝামেলায় পরতে পারেন যারা হাটার সময় GPS ট্র্যাক করতে চান। নটিফিকেশ যদি বড় হয়, যেমন মেসেজ তাহলে পুরোটা পড়তে পারবেন না। আশা করি আপডেটে ঠিক হবে এটা।

Haylou LS05 Call Screen

এর ইনকামিং কল স্ক্রিন খুব ফালতু -_- কল এলে কে কল করল তা দেখতে পারবেন কিন্তু কল মিউট করতে পারবেন না। শুধু কল কাটতে পারবেন।
মিউজিক কন্ট্রোলটাও আরেকটু ভাল হতে পারত। বর্তমানে শুধু গান পাল্টানো যায়, কিন্তু গানের নাম দেখায় না এমনি গানের সাউন্ড বাড়ানো কমানো যায়না।

হায়লু এ্যাপ

Google Play স্টোরে Hayloy Fit এ্যাপের সাথে কানেক্ট হয় এটি। এ্যাপ খারাপ নাহ, আবার খুব ভাল ও বলা যাবেনা। এক কথায় চলনসই আর কি।

Image Source: https://www.youtube.com/watch?v=3cKmqqUOGS4

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

৫০০ থেকে ৬০০ টাকার ভেতরে সেরা ইয়ার ফোন

Next Post

ওয়েব হোস্টিং নির্বাচনের পূর্বে – প্রথম পর্ব

Related Posts