পোকো আনছে তাদের সর্ব প্রথম স্মার্ট ওয়াচ

শাওমির সাব ব্র্যান্ড পোকো তাদের নতুন সেগমেন্ট AIoT নিয়ে পুরোপুরি ভাবে প্রস্তুত। লিক অনুসারে ২৬শে এপ্রিল তাদের নিজস্ব স্মার্টওয়াচ The POCO Watch গ্লোবাল বাজারে লঞ্চ করবে। পোকো স্মার্টওয়াচের সাথে সাথে এই লঞ্চিং ইভেন্ট এ POCO F4 GT এবং POCO Buds ও লঞ্চ করবে। এছাড়া এই প্রথম POCO  এবং Genshin lmpact মিলে কোলাব করতে যাচ্ছে। জেনপসিস ইমপ্যাক্ট একটি একশন রোল প্লে গেম, যা বর্তমানে বেশ জনপ্রিয়।

পকো জেনেসিস ইমপ্যাক্ট
পকো জেনেসিস ইমপ্যাক্ট

পোকো ওয়াচঃ

ধারনা করা যাচ্ছে যে পোকো ওয়াচে ১.৬  ইঞ্চির একটি এমোলেড কার্ভড ডিসপ্লে থাকবে। এই ওয়াচে আরো থাকবে SpO2  মনিটরিং এবং হার্ট রেট মনিটরিং সহ  আছে অনেক অনেক ফিটনেস ফিচার। তাছাড়া এই  ওয়াচটি 5 ATM ওয়াটার রেজিস্টান্ট। পোকো ফিটনেস ওয়াচ এর মূল্য সম্পর্কে তেমন কোন ধারনা না পাওয়া গেলেও এর মূল্য ধরা যায় ৩৯৯৯ রূপি এর আশেপাশে হবে।

শাওমি পকোর নতুন ফোন
শাওমি পকোর নতুন ফোন

পোকো TWS: পকোর প্রথম ট্রু ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন

পোকোর এই AIoT ইভেন্টে তাদের প্রথম অডিও ডিভাইস POCO Buds এবং POCO Buds Pro রিলিজ করবে। যার POCO Buds PRO টা থাকছে Genshin Impact এডিশন এর। POCO Buds ANC সাপোর্ট করবে, এছাড়া এটা IPX4 ওয়াটার রেজিস্ট্যান্স, POCO Buds এ আরো থাকছে ২৮ ঘণ্টা প্লেব্যাক টাইম। এই TWS টি ওয়্যারলেস চার্জিং ও সাপোর্ট করবে। IPX4 হবার কারনে ঘাম বা অন্য যেকোন ওয়ার্ক আউটে কোন সমস্যা হবেনা।

Poco F4 GT: 

Poco এর এই  লঞ্চিং ইভেন্টের মূল আকর্ষণ হলো Poco F4। ধারণা করা যায় এটা Redmi K50 গেইমিং এডিশন এর একটি রিব্যাজড ভার্সন। এটা নিশ্চিত করা হয়েছে যে POCO F4 কে Snapdragon 8 Gen 1 দ্বারা চালনা করা হবে। এই ফোনে ডিসপ্লে হিসাবে থাকছে 120 Hz রিফ্রেশ রেটের 6.67 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, 4700 mAh ব্যাটারি এর সাথে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং, এই ফোনের পিছনে থাকছে 64MP SONY IMX 686 সেন্সরের মেইন ক্যামেরা সহ 8MP এর একটা ওয়াইড লেন্স এবং 2MP এর একটা মাইক্রো ক্যামেরা। গেইমিং এর সুবিধার জন্য থাকছে ডুয়েল ভেপর চেম্বার এবং ম্যাগনেটিক পপ আপ ট্রিগার যা আপনার গেইমিং গেইমিং এক্সপেরিয়েন্সকে নেক্সট লেভেল এ নিয়ে যাবে।

চলুন দেখে নেই পকো TWS এর কিছু ছবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

আপনার ফোনের জন্য MIUI 13 কবে পাবেন?

Related Posts

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ৬০% পর্যন্ত ছাড়ে হোস্টিং দিচ্ছে cornQ

দেশের ডোমেইন,হোস্টিং মার্কেটে cornQ (কর্ণকিউ) এর পদার্পণ খুব বেশি দিন নয়। এই বছরের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে…
পড়ুন