৫০০ থেকে ৬০০ টাকার ভেতরে সেরা ইয়ার ফোন

৫০০ থেকে ৬০০ টাকায় একটা ব্যালেন্স ইয়ারফোন যদি খুঁজতে বলা হয় তাহলে মোটামোটি সবাই বিপদে পরে যায়। কিন্তু আমি যদি বলি এই রেন্জে আমি আপনাকে এমন একটা ইন ইয়ার ফোনের খুঁজ দেব যেটি নামী কোম্পানীর করা, ডুয়াল ডায়নামিক ড্রাইভার, ব্রেডেড ক্যবল, নয়েজ ক্যনসেলেশন , ৩ বাটন সহ মাইক্রোফোন , এল শেপ কানেক্টর, মেটাল হাউজিং আর ম্যগনেটিক বাড থাকে তাহলে অবাক হবেন নাহ ? 😉
সাথে যদি এইটা বলি, যে ২৪ তারিখের ভেতর এইটা কিনলে ৫০% টাকা ফেরত পাবেন তাহলে কেমন লাগবে 😉
So, Lets Get Started <3
কথা বলছিলাম শাওমির নতুন মি ডুয়াল ড্রাইভার ইন এয়ার ফোন নিয়ে। যার ভারতে দাম ৮০০ টাকা কিন্তু এই পোস্টের শেষে আমি আপনাকে এই ইয়ারফোন ৩৫০ টাকায় কেনার সুযোগ করে দেব। 
প্রথমেই কথা বলি ডুয়াল ড্রাইভার নিয়ে। নাম শুনেই বুঝতে পারছেন এইখানে দুইটা ড্রাইভার থাকে কিন্তু নাম শুনে তো আর কাম বুঝা যাবেনা :/
এই দুই ড্রাইভারের মধ্যে একটি মিড আর হাই ফ্রিকোয়েন্সিকে হ্যান্ডেল করে, আরেকটা বেজ কে হ্যান্ডেল করে। আলাদা আলাদা প্রসেস হবার কারনে বেশ ভাল সাউন্ড পাওয়া যায়। আলাদা ভাবে মিউজিক ইন্সট্রুমেন্ট বুঝা যাবে। সো, সাধ্যের মধ্যে সব সুখ <3
এই ইয়ার ফোনের হাউজিং টা মেটালিক এবং ৪৫ ডিগ্রী বাকানো। তাই এই জিনিষ কানে লাগিয়ে প্যারা পাবেন না, এবং ভাল ভাবেই ফিট হবে।
এর হাউজিনং টা ম্যাগনেটিক, এই জিনিষের আসলে কোন দরকার নাই, তাও দিসে যেহেতু, তাই ভালই :p
এর জ্যাক কানেক্টর L শেপের। L শেপ হবার কারনে এর ড্যমেজ হবার চান্স খুবই কম। আর গেমিং এও সুবিধা পাবেন ভাল।
সবথেকে ভাল লেগেছে এর ক্যাবল। এই বাজেটে এইটাই মনে হয় সবথেকে ভাল ক্যাবল ওলা ইয়ারফোন। এইটার ক্যবল ব্রেডেড, আর এইটা প্যাচ ও লাগেনা।
এর ক্যাবল সাইজ রেগুলার ১ দশমিক ২ মিটার । আমার মনে হয়না এর থেকে লম্বা কারো দরকার আছে।
এইটার সাইন্ড কোয়ালিটি বেশ ভাল। বেস যেমনটা বেশিরভাগ মানুষ চায়, মানে মোটামুটি বেশি, সেইটাও আছে। ইন্সট্রুমেন্টার সেপারেশন বেশ ভাল । আমার মতে এইটা এই বাজেট এ সেরা ইয়ারফোন।
আমার মতে এইটা এই বাজেট এ সেরা ইয়ারফোন। শুধু এই বাজেট না, এক হাজার টাকার ভেতরে এর মতো ইয়ারফোন পাওয়া কষ্টসাধ্য।
এর ৩ বাটন কন্ট্রোল টাও জোস। ক্যামেরা সাটার, গুগল এসিস্ট্যান্ট কন্ট্রোল করা যায় ইজিলি।

এখন কথা হচ্চে এইটা কিভাবে ৩৫০ টাকায় পাবেন ??

প্রিয়শপে এই জিনিষ এর দাম মাত্র ৬৯৯ টাকা। তার উপরে চলছে ৫০% ক্যাশ ব্যাক। তাইলে দাম কত পরলো 😉 ? ৩৫০ তো?
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Mi Router 4C রিভিও ‌‌‌| গিভএওয়ে

Next Post

Haylou Solar LS05 | দুই হাজার টাকা বাজেটে সেরা স্মার্টওয়াচ

Related Posts

DCL C483 – প্রথম দর্শনের অনুভূতি!

প্রতিবারের মত এবারও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টদের মাঝে ল্যাপটপ বিতরণ করে ১ এপ্রিল ২০১৯। “একজন স্টুডেন্ট একটি…
পড়ুন