Redmi Note 7 : বেঞ্চমার্ক স্কোর বনাম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স!

আমরা হাতে পেয়েছিলাম Redmi Note 7। এই পোস্টের মাধ্যমে চেষ্টা করা হয়েছে ফোনটির স্কোর এর সাথে রিয়েল লাইফে ফোনটি কেম৷ন কাজ করে সেই দিক নিয়ে।

ডিভাইসটি বিস্তারিতঃ

Color: Black
RAM : 4 GB
STORAGE : 64 GB
MIUI version : MIUI 10.2.5.0 China Stable
Android version : Android Pie (9.0)
Processor : Qualcomm Snapdragon 660 (4 cores : 1.8 GHz, 4 cores : 2.2 GHz)
GPU : Adreno 512

ফোনের পার্ফরমেন্স ভালই যা Antutu score দেখলে কিছুটা ধারণা পেতে পারেন। সেই সাথে হিটিং ইস্যু ছিল চোখে পড়ার মত।

Antutu Score board


Antutu Score test করার সময় স্বভাবই ল্যাগ আর ফ্রেম ড্রপ দেখা যাচ্ছিল যেটা এই প্রসেসর থেকে পাওয়াটা স্বভাবিক। কিন্তু সেই সাথে গরম হচ্ছিল পাল্লা দিয়ে। Battery Temperature : 42°C আর CPU Temperature : 46.9 °C যা অস্বাভাবিক। চলুন আরও কিছু রেজাল্ট দেখে নেওয়া যাক।

Antutu Benchmark score অনুযায়ী CPU score-এ ৬৭% ও GPU score- এ 29% Smartphone ব্যবহারকারীদের থেকে ভাল পার্ফরমেন্স পাবে Redmi Note 7 ব্যবহারকারীরা।

GeekBench 4 Score Board


Single Core ও Multi Core score যথাক্রমে 1645 ও 5446 যা এই স্পেক্স এর অন্য সকল ফোন থেকে ভাল স্কোর দিয়েছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই স্কোর দিয়ে Redmi Note 7 কোনো ফোন থেকে ভাল পার্ফরমেন্স দিতে পারে।

Single Core Score:

Multi Core Score:

Gaming:


ফোনটতে খেলেছিলাম PUBG, Asphalt 9 : Legends, Battle Bay, Throne ড়ুশ যার প্রত্যেকটিতে Graphics প্রাধান্য পায়।

PUBG গেমটি Medium ghraphic সাপোর্ট করে যা অত্যন্ত ভাল একটি দিক এই ফোনের। Game play তে HD mode এ Medium এ খেলা যাচ্ছিল। কিছুক্ষণ পর ফোন গরম হয়ে যাওয়ায় Medium mode এ খেলছিলাম। তারপর ও গরম আর সেই সাথে ফ্রেম ড্রপ ও ল্যাগের দেখা পাচ্ছিলাম। PUBG full screen এ চলে না এই ডিভাইসটিতে। নচের পাশে ব্লাক হয়ে থাকে। এক পাশ round আর এক পাশ angle! ঠিক জমেR

Asphalt 9 গেমটি ফুল স্ক্রিনে খেলা যাচ্ছিল। কিন্তু কর্ণারগুলো বেশি রাঊন্ডেড হওয়ায় কর্ণারের অপশনগুলো কেঁটে যাচ্ছিল। Graphic লেভেল low তে খেলা যাচ্ছিল। তবে স্মুথ game run হচ্ছিল।

Battle Bay গেমটি ভালই চলেছে৷ তবে Throne Rush গেমটিতে ফ্রেম ড্রপ চোখে পড়ার মত।

Facebook, Massager app থেকে শুরু করে ভারী ভারী app গুলো বেস স্মুথলি চলছিল। তবে Facebook app একটানা ব্যবহারে হঠাৎই আটকে যাচ্ছিল।

Final Opinion


Benchmark score যাই হোক না কেন যেকোনো ফোনের পার্ফরমেন্স নির্ভর করে সেই ফোন কেমন সার্ভিস দিচ্ছে। সে দিক থেকে Redmi Note 7 বেস হতাশ জনক ফলাফল প্রদর্শন করছিল। পার্ফরমেন্স ভাল এটা মানতেই হবে। কিন্তু heavy usage এ কিছুক্ষন পরই প্রচন্ড গরম হয়ে যায় ফোনটি এবং সেই সাথে ল্যাগের দেখা মেলে ও ল্যাগের পরিমাণ বাড়তে থাকে।

এই ছিল Redmi Note 7 এর পার্ফরমেন্স স্কোর নিয়ে ছোট একটি লেখা। ফোনটি কেমন তা বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। আর ফোনটি সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী পোস্টে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

PUBG -তে Zombie এর আক্রমণ!

Next Post

আসছে নোকিয়ার ফ্ল্যাগশীপ। ৫ ক্যামেরা?

Related Posts

শাওমি এন্টি দূষণ PM2.5 রিচার্জ এয়ার ফিল্টার চালু সঙ্গে এয়ার মাস্ক ফুল রিভিউ

বর্তমান ভেজাল খাবার এর যুগে যেমনি ভাবে বেড়েচলেছে শারিরিক অশুস্থতা। তেমনি পাল্লা দিয়ে বেড়ে চলছে বায়ু দূশন। আমারা…
পড়ুন