বর্তমান ভেজাল খাবার এর যুগে যেমনি ভাবে বেড়েচলেছে শারিরিক অশুস্থতা। তেমনি পাল্লা দিয়ে বেড়ে চলছে বায়ু দূশন। আমারা আফিস অথবা কলেজ থেকে আসার পর মাথায় ব্যথা, গলায় ব্যথা+খুস খুসানি অনুভব করি। যারা এলার্জির রোগি অথবা শরিরে বেশি এলার্জির পরিমান বেশি তারা কিছু সময় জার্নি করলে দম নিতে প্রব্লেম অনুভব করি। এটা আরো বেশি অনুভব করে যাদের হাপানির প্রব্লেম আছে। সকল প্রব্লেম কিন্তু খাবে না কিছু প্রব্লেম বাতাস এর দূশণ থেকেও হয়ে থাকে। দূশিত বাতাশে 2.5 পার্রটিকেল থাকে যেটি উপরের সমস্যা গুলোর কারন। শাওমি বের করেছে এমন একাটি মাস্ক যেটি এই সকল সমস্যার সমাধান। এই মাস্কে বলা হয়েছে যে বাতাসের N95 পার্টিকেল বিশুদ্ধ করে আপনাকে বিশুদ্ধ নির্সাশ নিতে সাহায়্য করবে। আর এই মাস্ক টিতে আপনার কোন প্রকার সাফোকেশন হবে না। অনেক মাস্ক এর গায়ে লেখা থাকে না যে কোনটা N95 or N99 চলুন অই টা দেখা যাক কিভাবে বুঝবেন। N95=FFP1=P1 / N99=FFP1=P2. অনেক মাস্কের গায়ে শুধু P1 অথবা P2 লেখা থেকে যেটা N95 = P1 or N99 = P2. এটি ইউরোপ এর সার্টিফিকেট হিসাবে। N95 বলতে বোঝায় দূশিত বাতাস থেকে আপনাকে ৯৫% বিশুদ্ধ করে আর N99 বলতে বোঝায় দূশিত বাতাস থেকে আপনাকে ৯৯% বিশুদ্ধ করে । আর মি মাস্ক সকল প্রকার পরিক্ষা ভাল ভাবেই পাস করে এসেছে। অনেক দিন ধরে যদি আপনি এই দূশিত বায়ু গ্রহণ করেন তা হলে আপনার লাঞ্জ কেন্সার হবার ৮৫% ঝুকি আছে। আপনি নিয়ে + আপনার পরিবারেব যদি ভাল রাখতে চান তা হলে আজই মি মাস্ক টি কিনুন। যদি আপনি মনে করে থাকেন যে রুমাল বা ডা: মাস্ক দিয়ে পুরো দূশন রোধ করবেন তা হলে ভুল। এটি শুধু আপনাকে 28% দূশন থেকে বাচাতে পারে। সো আর দেরি না করে কিনে ফেলুন সুরক্ষা চক্র। আর শাওমি N95 ও N99 ২টি ভেরিয়েশন রইয়েছে।
Abhijit Saha
Author