প্রথমে প্যাকেজিং নিয়ে কিছু কথা বলে নেয়া যাক। অতি মিনিমাল টাইপের একটি প্যাকেজিং এর সাথে পেয়েছি হেডফোনটি। বক্স টা খুব সুন্দর ছিল কিন্তু ভেতরে হেডফোন আর ম্যানুয়াল বুক ছাড়া কিছুই দেয়নি তারা। আর একটু বেটার করা যেতেই পারত। যাইহোক প্যাকেজিং দিয়ে তো আর হেডফোন বিচার করা যায় না।
ডিজাইন নিয়ে কথা বলতে গেলে বলা যায়, বক্সের উপরেই লেখা পাবেন design for extended gaming comfort. এটা মেইনলি পিসি গেমারদের জন্য তৈরি করা। যার কারনে সাউন্ড এবং কম্ফর্ট উভয় দিকে তারা সমান নজর দিয়েছে। এর কুশন আসলেই অনেক সফট। মাথার উপরের অভারহুকটি লেদারের তৈরি।
পুরো হেডফোনটি প্লাস্টিক বিল্ড। কিন্তু এতই প্রিমিয়াম যে আপনার মন কাড়তে বাধ্য। এর আরজিবি লাইটিং এক কথায় অসাধারণ। মাঝের ফ্যানটেক লোগোতেও আরজিবি লাইটিং রয়েছে । এর আরজিবি লাইটিং চাইলেই অন/অফ করা যায়। এর জন্য দেওয়া হয়েছে একটি টাচ বাটন। যা হেড ফোনটির বাম কানের পেছনের সাইটে অবস্থিত। এতে যে মাইক ব্যবহার করা হয়েছে তাতেও একটি রেড কালারের লাইটিং রয়েছে।
এই হেডফোন টির কেবলে ও রয়েছে টুইস্ট 😉 শক্তপোক্ত ডিউরেবল এ কেবল টিতে ব্যবহার করা হয়েছে zigzag colouring texture.
যাহা কেবল টিকেও অন্য মাত্রায় নিয়ে গেছে।
PC Gamers দের জন্য তৈরি করার হেডফোন টির জ্যাক USB Male/Type A. এতে দেয়া থাকছে না কোন 3.5 মিলিমিটার অডিও জ্যাক। চাইলে ওটিজি ক্যাবল ব্যবহার করে এটি মোবাইল ফোনে ব্যবহার করা যায়।তাই যারা মোবাইল ফোনে পাবজি খেলার জন্য কিনতে চাচ্ছিলেন তারা কোন কিছু না ভেবে কিনে নিতে পারেন।
এবার আসি একটি হেডফোনের মেইন সেগমেন্ট সাউন্ড সেকশন এ।
হেডফোনটি তে ব্যবহার করা হয়েছে Advanced Captain 7.1 Virtual Surround Sound. যা একটি গেমারের জন্য নিঃসন্দেহে আশার আলো । এটা দিয়ে নরমাল মিউজিক প্লে করলে মনে হবে আপনি পুরো মিউজিক টির ভেতরে ঢুকে গেছেন। কনসার্টে বসে গান শুনছেন। সাধারণ মিউজিক শোনার ক্ষেত্রে আমার ভালোই মনে হয়েছে এই বাজেটে এই হেডফোনটি। ট্রেবল আরেকটু কম হলে আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো কারন আমার ট্রেবল অনেক অপছন্দের একটি জিনিস। হালকা অতিরিক্ত ট্রেবল ও আমার কানে বাঁধে। যারা পিসিতে ব্যবহার করবেন তাদের কাছে সাউন্ড নিজের মতো করে ঠিক করে নেয়ার সুযোগ তো থাকছেই। আর মোবাইল ফোনে যারা ব্যবহার করার জন্য কিনতে চাচ্ছেন তারা খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। ট্রেবল এতটা ও অতিরিক্ত না। Mids এবং Lows নিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়নি। যদিও আমি Bass lover. হেডফোনটি আমাকে মোটামুটি সন্তুষ্ট করেছে। এই বাজেটে এরকম সাউন্ড কোয়ালিটিও আশা করিনি।
এতে রয়েছে নয়েজ ক্যান্সলেশন মাইক্রোফোন উইথ রেড লাইট। এই লাইটটি সব সময় জ্বলবে। আপনি আরজিবি লাইটিং অফ করে রাখলেও এটি মুখের কাছে জ্বলে থাকে। ব্যাপারটা আমার কাছে কিছুটা বিরক্তিকর মনে হয়েছে। তবে অনেকের কাছে এটি ভালো লাগার একটা কারণ হতে পারে। যেহেতু এটি গেমারদের জন্য তৈরি তাই এর নয়েস ক্যান্সলেশন নিয়ে কারো কোন প্রশ্ন থাকার কথা নাই আশা করছি। এটি অনেক ভালো পারফরম্যান্স দিয়েছে আমার কাছে।
ডিউরিবিলিটি নিয়ে কথা না বললেই নয়। পুরো হেডফোন টির বিল্ড কোয়ালিটি এতই ভালো যে এর ডিউরিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন করার সাহস পাবে না । যদি না আপনি এটা পানিতে ডুবান অথবা কোন কিছুর সাথে ধাক্কা লাগিয়ে ড্যামেজ করেন। এর জ্যাকটি কপার প্লেটিং দিয়ে তৈরি।
সর্বশেষ বলতে চাই দুই হাজার টাকা বাজেটের আশেপাশে মনের মত বেস্ট একটি হেডফোনে টি।