আজকে নিয়ে এলাম Nokia Camera app নিয়ে। জোস জোস ফিচারের থাকছে এই ক্যামেরাতে।
-> Google Lens ( এই ফিচারের সাহায্যে যেকোনো বস্তু পরিচিতি ক্যামেরা এর মাধ্যমে পাওয়া যায় যা গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে কাজ করে)
-> Motion (এই ফিচারটি কাজ নাও করতে পারে)
-> Sticker Mask
-> Beautify
-> Bothie ফিচারেরে সাথে থাকছে Single, Dual, P-I-P mode (এর মাধ্যমে সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা সচল রাখতে পারবেন একই সাথে।
-> Timer
-> Flash
এছাড়া থাকছেঃ
-> HDR
-> Slow Motion
-> Time Lapse
-> Pro Mode
-> Live Bokeh (ছবিতে মেইন অবজেক্ট এর পিছনে থাকা অবজেক্ট ঘোলা করতে বেস পারদর্শী)
-> Panorama
Front ক্যামেও থাকছেঃ
কল্পনার বাহিয়ে ছিল যে ফ্রন্ট ক্যামেরাতে এত ফিচার থাকতে পারে।
-> Pro mode
-> Bokeh
-> Time Lapse
-> Slow Motion
ক্যামেরা এর কিছু স্যাম্পলঃ
মূল ক্যামেরা-এর Layout
Pro Mode
ফিচার সমৃদ্ধ এই ক্যামেরা যে কারওরই ভাল লাগতে বাধ্য।
রিকয়ারমেন্টসঃ
-> Android 8.0 and above
-> Camera2api enabled (Pro Mode, Time Lapse, Slow Motion এর জন্য)
ক্যামেরা সোর্সঃ Nokia 7 Plus
বিদ্রঃ
ক্যামেরা অ্যাপ এর সকল ফাংশন কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে এর কোনো সমাধান নেই। আমরা এই ক্যামেরাটি টেস্ট করেছি OnePlus 6, Mi 5s, Mi Note 3.
সতর্কঃ
Youtube & Facebook Live কাজ করেনা ও Watermark কাজ করেনা নোকিয়া ব্যতীত অন্য ফোনে। তাই এই অপশনটি এনাবল করলে অ্যাপটি ফোর্স স্টপ করতে পারে সেই ক্ষেত্রে অ্যাপটির ডেটা ক্লিন করে পুনঃরায় অ্যাপটি ওপেন করুন।