মোবাইল ব্যাংকিং এ ব্যালেন্স জানতেও লাগবে টাকা

বিকাশ, রকেট সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর ব্যালেন্স এতদিন ফ্রি জানা গেলেও এখন থেকে ব্যালেন্স দেখতে ৪০ পয়সা করে খরচ করতে হবে সংশ্লিষ্ট অপারেটকে।

গত বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নির্দেশনা জারী করেছে বিটিআরসি।
বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতিবার লেনদেন, ব্যালেন্সচেক বা স্টেটমেন্ট নেওয়াসহ নানা ধরণের কাজকে একেকটি সেশন ধরা হবে। আর প্রতিটি সেশনের সময় হবে ৯০ সেকেন্ড। প্রতি ৯০ সেকেন্ডের একেকটি সেশনের জন্যে মোবাইল ফোন অপারেটরদেরকে ৮৫ পয়সা করে দিতে হবে।

একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে গ্রাহক যদি শুধু ব্যালেন্স চেক করতে চায় তবে তার জন্য তাকে সেশনের চার্জ দিতে হবে ৪০ পয়সা।
নিদের্শনায় আরো বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার জন্যে এমএফএস অপারেটররা মোবাইল অপারেটরদের নেওয়ার্ক ব্যবহার করে। এই নেটওয়ার্ক ব্যবহারের জন্যেই তাদেরকে পয়সা দিতে হবে এমএফএস অপারেটদের।

শেষ পর্যন্ত এই খরচ এমএফএসরা হয়তো গ্রাহকদের ওপরেই চাপাবে। এর আগে কখনো ব্যালেন্স চেক করতে এমএফএস অপারেটরদের কোনো খরচ করতে হতো না। ফলে ব্যালেন্স চেক করা ছিল ফ্রি।

এছাড়া কোনো গ্রাহক যদি অ্যাপের মাধ্যমে এমএফএস সেবা গ্রহণ করেন তাহলে তারা এই সব খরচের বাইরে থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

দাম বাড়বে স্মার্টফোনের । কাদের লাভ ? বাজেট আলোচনা

Next Post

Fantech HG15 রিভিউ| স্বল্পমূল্যে গেইমিং হেডফোন

Related Posts

নিরাপত্তা ঝুঁকতে হোয়াটসএপ!

রাশিয়ান যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা সতর্ক করেছেন যে, হোয়াটসএপ নিরাপত্তা ঝুঁকিতে আছে। হোয়াটসএপের মাধ্যমে খুব সহজেই এর ব্যবহারকারী…
পড়ুন

আসছে গরীবের পিক্সেল

এখনকার স্মার্টফোন মার্কেটের বেশিরভাগটাই দখল করে রেখেছে মিডরেঞ্জ বা হাইয়ার মিডরেঞ্জের ডিভাইসগুলো। প্রায় প্রতিটি কোম্পানি এই বাজার ধরতে…
পড়ুন