প্রায়শই বিভিন্ন ওয়ালপেপার দেখে আপনার ভিতরের অবস্থা হয় ঠিক এইরকম – ‘অস্থির ওয়ালপেপার তো’, আর তার বহিঃপ্রকাশ করতে কমেন্ট লিখতে বসে পড়েন – ‘ভাইয়া লিংক হবে?’। তো এই কমেন্ট লিখার সময়টাতে যদি আপনিই একটা ওয়ালপেপার বানিয়ে ফেলেন ! ভাবুন তো ব্যাপার টা কেমন হয়?
হ্যা, আমি বলছি একটা ওয়ালপেপার মেকিং অ্যাপ এর কথা, যা দিয়ে আপনার এন্ড্রোয়েড দিয়েই প্রোফেশনাল সব ওয়ালপেপার বানাতে পারবেন। অ্যাপটি হচ্ছে Tapet – Infinite Background Generator। একটা ওয়ালপেপার তৈরির মুখ্য বিষয় হচ্ছে থিম ও থিম এর সাথে মানানসই কালার কারেকশন। আর এই অ্যাপটি থিম ও কালার কারেকশন- উভয়ের সমন্বয়ে আপনার পছন্দের ওয়ালপেপারটি বানিয়ে দিবে। অ্যাপটিতে এত্তো এত্তো ভিজুয়াল ও প্যাটার্ন ডিজাইন আছে, আপনি হয়ত গুনতে গুনতে পুরো বাংলাদেশ কয়েকবার ট্যুর দিয়ে দিতে পারবেন ।
এটি মুলত ওয়ালপেপার মেকিং অ্যাপ। তবে মজার ব্যাপারটা হলো ইউনিক প্যাটার্নগুলোর উপর কালার কারেকশন এর জন্যে ফটোশপের ফুল কালার প্যালেটটিই যেন বসিয়ে দিয়েছে অ্যাপটিতে, সাথে গ্রেডিয়েন্ট মিক্স এর অপশন ও আছে। একটা পার্ফেক্ট ওয়ালপেপার বানানোর জন্যে আদৌ কি আর কিছু লাগে..!
অ্যাপ এ কিছুটা হলেও এ আই ফিচারস আছে। অ্যাপ মেইন ইন্টারফেস এ উপরে সোয়াইপ করলে নতুন ওয়ালপেপার, নিচে সোয়াইপ করলে পূর্ববর্তী ওয়ালপেপার, ডানে সোয়াইপ করলে কালার পরিবর্তন, বামে সোয়াইপ করলে কালার ঠিক রেখে প্যাটার্ন পরিবর্তন ও মাঝের এপ্লাই বাটন দিয়ে সরাসরি ওয়ালপেপার চেঞ্জ করা যাবে। লাইক ও ডিসলাইক বাটন গুলা দিয়ে আপনার পছন্দের ডিজাইনগুলোকে সহজেই চিহ্নিত করে অ্যাপটিকে আরো পার্ফেক্ট করে তুলতে পারবেন। ডাবল ট্যাপ করলে ওয়ালপেপার এর স্লাইড-শো শুরু হবে, ওইখান থেকেও ওয়ালপেপার বাছাই করতে পারবেন। এই প্রত্যেকটা ফাংশন এর Widget ও থাকছে সাথে। রেজুলেশন এর প্রসংগে আসলে বলবো অ্যাপ এ কোনো রেজুলেশন প্রবলেম নাই, অর্থাৎ ফুল এইচডি প্লাস (২১৬০*১৯২০) ওয়ালপেপার বানানোসহ এক্সপোর্ট করতে পারবেন এই অ্যাপ দিয়ে।
বাকি ছিল অফলাইন এভেবিলিটি, হ্যা অ্যাপটি সম্পুর্ন অফলাইন।
প্লে স্টোর লিংক: Tapet