২০১৯ সাল হতে চলেছে 5G সমৃদ্ধ বিশ্ব। যেখানে সারা বিশ্বে 5G ছড়িয়ে দেওয়ার প্লান হচ্ছে সেখানে রিসার্চ এবং টেলিকমিউনিকেশন সংস্থাগুলো 6G নিয়ে ভাবা শুরু করে দিয়েছে।
চাইনা মোবাইল এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয় এরই মধে একত্রে 6G নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে।
তাদের মধ্যে 6G এর অগ্রগতি নিয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়। এ কাজকে বৈজ্ঞানিক উপায়ে গবেষণা আওতায় এনে গবেষণার আওতাধীন হিসেবে থাকছে মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক, ইন্টারনেটের পরবর্তী প্রজন্ম ও মোবাইল ইন্টারনেট, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট, কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও 6G এর নতুন ফিচার।
এদিকে চাইনা মোবাইল তাদের এই কাজকে এগিয়ে নিতে দশ হাজার মানুষের একটি গবেষণা দল গঠন করে যার বাজেট প্রাথমিক পর্যায়ে ধরা হয়েছে ২০ বিলিওন ইয়ান।
তবে হুয়াওয়ে এর প্রেসিডেন্ট ইয়াং সাওবিন বলেন, “যদিও 6G নিয়ে কিছু মানুষ কথা বলছে। তারপরও ২০৩০ সালের আগে 6G আসার কোনো সম্ভাবনা নেই।আর তাই ২০৩০ সাল পর্যন্ত সময়কাল হতে চলেছে 5G এর।”
সূত্রঃ GizChina