Tapet – নিজের তৈরি ওয়ালপেপারে সাজান নিজের প্রিয় ফোনটিকে!

প্রায়শই বিভিন্ন ওয়ালপেপার দেখে আপনার ভিতরের অবস্থা হয় ঠিক এইরকম – ‘অস্থির ওয়ালপেপার তো’, আর তার বহিঃপ্রকাশ করতে কমেন্ট লিখতে বসে পড়েন – ‘ভাইয়া লিংক হবে?’। তো এই কমেন্ট লিখার সময়টাতে যদি আপনিই একটা ওয়ালপেপার বানিয়ে ফেলেন ! ভাবুন তো ব্যাপার টা কেমন হয়?

হ্যা, আমি বলছি একটা ওয়ালপেপার মেকিং অ্যাপ এর কথা, যা দিয়ে আপনার এন্ড্রোয়েড দিয়েই প্রোফেশনাল সব ওয়ালপেপার বানাতে পারবেন। অ্যাপটি হচ্ছে Tapet – Infinite Background Generator। একটা ওয়ালপেপার তৈরির মুখ্য বিষয় হচ্ছে থিম ও থিম এর সাথে মানানসই কালার কারেকশন। আর এই অ্যাপটি থিম ও কালার কারেকশন- উভয়ের সমন্বয়ে আপনার পছন্দের ওয়ালপেপারটি বানিয়ে দিবে। অ্যাপটিতে এত্তো এত্তো ভিজুয়াল ও প্যাটার্ন ডিজাইন আছে, আপনি হয়ত গুনতে গুনতে পুরো বাংলাদেশ কয়েকবার ট্যুর দিয়ে দিতে পারবেন ।

এটি মুলত ওয়ালপেপার মেকিং অ্যাপ। তবে মজার ব্যাপারটা হলো ইউনিক প্যাটার্নগুলোর উপর কালার কারেকশন এর জন্যে ফটোশপের ফুল কালার প্যালেটটিই যেন বসিয়ে দিয়েছে অ্যাপটিতে, সাথে গ্রেডিয়েন্ট মিক্স এর অপশন ও আছে। একটা পার্ফেক্ট ওয়ালপেপার বানানোর জন্যে আদৌ কি আর কিছু লাগে..!

অ্যাপ এ কিছুটা হলেও এ আই ফিচারস আছে। অ্যাপ মেইন ইন্টারফেস এ উপরে সোয়াইপ করলে নতুন ওয়ালপেপার, নিচে সোয়াইপ করলে পূর্ববর্তী ওয়ালপেপার, ডানে সোয়াইপ করলে কালার পরিবর্তন, বামে সোয়াইপ করলে কালার ঠিক রেখে প্যাটার্ন পরিবর্তন ও মাঝের এপ্লাই বাটন দিয়ে সরাসরি ওয়ালপেপার চেঞ্জ করা যাবে। লাইক ও ডিসলাইক বাটন গুলা দিয়ে আপনার পছন্দের ডিজাইনগুলোকে সহজেই চিহ্নিত করে অ্যাপটিকে আরো পার্ফেক্ট করে তুলতে পারবেন। ডাবল ট্যাপ করলে ওয়ালপেপার এর স্লাইড-শো শুরু হবে, ওইখান থেকেও ওয়ালপেপার বাছাই করতে পারবেন। এই প্রত্যেকটা ফাংশন এর Widget ও থাকছে সাথে। রেজুলেশন এর প্রসংগে আসলে বলবো অ্যাপ এ কোনো রেজুলেশন প্রবলেম নাই, অর্থাৎ ফুল এইচডি প্লাস (২১৬০*১৯২০) ওয়ালপেপার বানানোসহ এক্সপোর্ট করতে পারবেন এই অ্যাপ দিয়ে।

বাকি ছিল অফলাইন এভেবিলিটি, হ্যা অ্যাপটি সম্পুর্ন অফলাইন।

প্লে স্টোর লিংক: Tapet

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

পপ আপ ডিসপ্লের ফোন আনছে অপ্পো

Next Post

শাওমির ৯ বছরের পথচলা

Related Posts

মোবাইল ডিসপ্লে কোনটা ভালো? AMOLED vs IPS LCD vs OLED vs Retina

আমরা যখন মোবাইল কিনি তখন বেশিরভাগ মানুষ যে জিনিষ দেখে কিনে তা হচ্ছে স্মার্টফোনের র‍্যাম, ইন্টার্নাল স্টোরেজ কিংবা…
পড়ুন

স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে যত কথা

ব্যাক্তিগতভাবে আমার কাছে মনে হয় একটা স্মার্টফোনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে এর ডিসপ্লে। কারন হিসেবে বলা যেতে পারে…
পড়ুন
whatstool by deshidroid

WhatsTool – Toolkit for WhatsApp Users

হোয়াটসটুলস অ্যাপ্লিকেশন, যা হোয়াটসঅ্যাপ এর জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা অ্যাপ্লিকেশান । একটি প্রিমিয়াম টুলকিট পণ্য। প্রতিদিনের হোয়াটসঅ্যাপ…
পড়ুন