শাওমি মিজিয়া স্মার্ট রানিং সু ফুল রিভিউ

নিত্য দিনের প্রয়োজনে আমরা কত দূরে কত স্থানে না যাই কিন্তু আমারা কি কখন চিন্তা করে দেখেছ যে আমরা কত ক্যলরি শরিল থেকে বের করে দিলাম বা কত পা হাটলাম ? যদি এই সব প্রস্ন মাথায় এসে থাকে তা হলে এই পোস্টি আপনার জন্য।
আজ কথা বলব শাওমির এরকটি সাব ব্রান্ড Mijia Smart Shoes নিয়ে। এই সু দেখতে অন্য সব সু এর মতন কিন্তু এর ভিতর রইয়েছে এমন একটি ট্রাকিং ডিভাইজ যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি কত পা বা কত স্টেপ হেটেছেন । চমত কার না ? সত্যি কে ভেবেছিল আজ এই প্রযুক্তি আপনাদের সামনে এই টা দেখেবে। চনুন দেখে নেওয়া যাক এই সু স্পেসিফিকেশনঃ
Brand – Xiaomi
Model – Mj Smart Shoes
Color – Black, Grey
Fit for – Man
Chip – Amazfit Intelligent Chip 2
Bluetooth – 4.0
Sensor – 6-axis
LED Light – Orange color to show battery and binding information
System – Support Android 4.4 or above & iOS 8.0 or above
App – Mijia


এবার দেখা যাক কার কার পায়ে কোন কোন মাপ ঠিক হবে বা পায়ের মাপঃ
– Feet Length –
US EUR UK MM Inches
8.5 42 8 265 10.4
9.5 43 9 272 10.7
10 44 9.5 278 10.9
11 45 10.5 285 11.2
11.5 46 11 292 11.5
আপনার বাজেট যদি হয় ৪৫০০ টাকা তা হলে আপনি অনা আসে অন্য রানিং সু না কিনে Xiaomi Mijia Smart Shoes নিতে পারেন। লুক এর কথা বলতে গেলে ৪৫০০ টাকায় অন্য যে কোন সু কে অনা আসে টেক্কা দিতে পারে। নতুন বছরে বা ২৫ ডিসেম্বার আপনি যে কাউকে এই ফিটনেস সু গিফট দিয়ে নিজের রুচির পরিচয় দিতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

লিকুইড ইনভিসিবল গ্লাস কাভার প্রটেক্টর রিভিউ

Next Post

Mbps vs MBps.ইন্টারনেট সেবা প্রদানকারীরা কি আপনাকে ধোকা দিচ্ছে?

Related Posts