Mi Band 4- নতুন কি থাকছে এতে জেনে নিন বিস্তারিত

এসে গেল শাওমি এর নতুন মডেলের Mi Band যার নাম দেওয়া হয়েছে Mi Band 4। থাকছে নতুনত্ব আর দাম সেই সাধ্যের মধ্যেই।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্পেসিফিকেশনঃ

❍ 0.95 AMOLED color screen

❍ 120×240 screen resolution

❍ 2.5D scratch-resistant glass

❍ 77 colorful dial themes

❍ Six-axis high precision accelerometer

❍ Under up to 50 meters deep water resistant

❍ Built-in microphone

❍ Xiao AI voice assistant

❍ NFC

❍ Heart rate monitor

❍ Bluetooth 5.0

❍ 15-20 days battery backup

❍ Black, Brown, Blue, Orange, Pink Colors

এর বিশেষত্ব-এর মধ্যে থাকছে কালার ডিসপ্লে। যেখানে থাকবে অনেক রকমের থিম। ব্যবহারকারী নিজের ইচ্ছে মত থিম ব্যবহার করতে পারবেন।হয়ত নতুন আপডেটের সাথে সাথে থিমের সংখ্যাটাও বেড়ে যেতে পারে।

থাকছে আগের থেকেও শক্তিশালী accelerometer যার মাধ্যমে স্পোর্টিং এর সময় আরও নিখুঁতভাবে ব্যবহারকারী তার ফিটনেসের ফলাফল দেখতে পারবেন।

আর Mi Band 4 নিয়ে আপনি পানির আরও গভীরে যেতে পারবেন যা ৫০ মিটার পর্যন্ত কম্পানি থেকে দাবি করা হয়েছে।

আছে বিল্ট-ইন মাইক্রোফোন ও Xiao AI voice assistant এর মাধ্যমে যেকোনো IoT ডিভাইস খুব সহজেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যদিও Xiao AI voice assistant কেবল মাত্র চাইনিজ ভাষায় কাজ করে। তাই গ্লোবাল ব্যবহারকারীদের জন্য এটা তেমন কাজেরও না যদিনা শাওমি ভবিষ্যতে ভয়েস এসিসটেন্ট এর গ্লোবাল ভার্শন বের করে।

নরমাল ভ্যারিয়েন্ট বাদেও থাকছে NFC ভার্শন যেটা দিয়ে পেমেন্ট এর মত ঝামেলা খুব সহজে করে নেওয়া যাবে।

স্মার্টফোনের সাথে কানেকশনের মাধ্যম হিসেবে থাকছে ব্লুটুথ ৫.০।

বরাবরের মত মাপা যাবে হার্ট রেট। নরমাল ভার্শনে পাওয়া যাবে ১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ আর NFC ভার্শনে পাওয়া যাবে ২০ দিনের মত একটানা ব্যাটারি ব্যাকআপ একবার চার্জে।

এর আরেকটি ভার্সন হিসেবে থাকছে আভেঞ্জার্স এডিশন। যার দাম নির্ধারণ করা হয়েছে CNY 349 ($50) যা বাংলা টাকায় প্রায় ৪৩০০, নরমাল ভার্শন CNY 169 ($24) যা বাংলা টাকায় প্রায় ২১০০ এবং NFC এডিশন CNY 229 ($33) যা বাংলা টাকায় প্রায় যা বাংলা টাকায় প্রায় ২৮০০।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ আসছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে

Next Post

Auglamour F200 রিভিউ – মিড বাজেটের পছন্দের ইয়ারফোন।

Related Posts