নোট ৭ বিক্রিতে রেডমির অভাবনীয় সাফল্য

প্রতিনিয়তই চমক নিয়ে আসছে শাওমি। প্রায় প্রতিটি পণ্যেই বিক্রির দিক দিয়ে তারা পাচ্ছে অভাবনীয় সাফল্য। একটি সূত্র বলছে তারা তাদের ফ্ল্যাগশীপ সিরিজ “মি ৯” এর প্রায় ১৫ লাখ ইউনিট বিক্রি করেছে। শুধু তাই না তারা তাদের “রেডমি নোট ৭” সিরিজের প্রায় ৪০ লাখ ইউনিট বিক্রি করেছে চায়নার বাইরে। শুধু তাই না, গ্রাহকদের মাঝে এখনো ডিভাইসটি নিয়ে অনেক আগ্রহ রয়েছে। সম্প্রতি আলাদা ব্র‍্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে রেডমি। তারা তাদের প্রথম ডিভাইস রেডমি নোট ৭ চায়নায় রিলিজ করে জানুয়ারি মাসের ১০ তারিখ। গ্রাহকদের মাঝে তুমুল জনপ্রিয়তা পাওয়া ডিভাইসটি ৩ মাসের মাথায় ই এই মাইলফলক অর্জন করেছে। শাওমি থেকে আলাদা হওয়া নতুন এই কোম্পানিটির এই সাফল্যে বোঝা যাচ্ছে যে তারা সঠিক পথেই এগুচ্ছে। আর যেহেতু এখন রেডমি আলাদা কোম্পানি তাই তারা মিডরেঞ্জের পাশাপাশি ফ্ল্যাগশীপ সিরিজ বাজারে আনবে বলেও ধারনা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Redmi Note 7 Pro – বেঞ্চমার্ক স্কোর ও পারফর্মেন্স!

Next Post

পপ আপ ডিসপ্লের ফোন আনছে অপ্পো

Related Posts

ম্যাক অ্যাপের জন্য টুইটডেকঃনতুন ইন্টারফেস সাথে অনেক কিছু!

টুইটার ম্যাক অ্যাপের জন্য টুইটডেক এর নতুন ইন্টারফেস উন্মোচন করেছে। সেই সাথে রয়েছে পোল সিস্টেম। টুইটডেক ব্যবহারকারী চাইলে…
পড়ুন