রেডমির নতুন ফোন কাপাবে বাঁজার

গত বছর শাওমি টুইট করেছিলো যে রেডমি হবে শাওমির আলাদা স্বাধীন ব্র্যান্ড । বেশ কিছুদিন ধরে গুজব ছড়াচ্ছিলো যে ৪৮ মেগাপিক্সেল ক্যমেরা নিয়েও আসছে শাওমি। সকল আলোচনাকে সত্য প্রমান করে আজ শাওমি তাদের রেডমি ব্র্যান্ডের প্রথম ফোন নিয়ে এলো Redmi Note 7 ও Redmi Note 7 Pro । কম দামে, ইকমার্স ভিত্তিক শাওমির এই রেডমি সিরিজ কেমন বাঁজার কাপাবে তা জানাবে সময় আর তার আগে দেশী ড্রয়েড জানাবে শাওমির নতুন ফোনের ভেতরের বাইরের সব খবর। চলুন শুরু করা যাক…

স্মার্টফোন বাজারে অপ্পোর নিয়ে আসা Waterdrop Notch নিয়ে মোটামোটি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে প্রতিষ্টানগুলো,  এরই ধারাবাহিকতায় রেডমি তাদের প্রথম ফোণ রেডমি নোট ৭ ও রেডমি নোট ৭ প্রো তে দিয়েছে ওয়াটারড্রপ নচ। ৬.৩ ইঞ্চির FHD+ ডিস্প্লের এই ফোনের স্ক্রিন রেশিও ১৯ঃ৫.৯ একটু অদভোদ, চারপাশেই অল্প করে চিন রয়েছে। সম্পূর্ণ ফোনটি রয়েছে 2.5D গ্লাসে মোড়া। নিঃসন্দেহে দারুন লাগবে হাতে নিয়েই। নোট ৭ এ রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যমেরা , যেটি মুলত স্যামসাং এর সেন্সর ( f/1.8 Aperture ), আর নোট ৭ প্রো তে আছে সনির সেন্সর। এই ক্যমেরার বিশেষত্ব হচ্ছে এইটি ৪ টি পিক্সেলকে একসাথে করে 1.6µm  সাইজের বড় পিক্সেলে রুপান্তর করতে পারে যার ফলে কম আলোতেও পাওয়া যাবে দারুণ ছবি। পেছনে ৪৮ মেগাপিক্সেল ক্যমেরার পাশাপাশি আছে আরেকটি ৫ মেগাপিক্সেলের ক্যমেরা যা মুলতো ডেপথ পারফেশনের কাজ করবে।

রেডমি নোট ৭ ফোনের স্পেকঃ

রেডমি নোট ৭ এ থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর । ফোনটি পাওয়া যাবে ৩ জিবি ৪ জিবি ও ৬ জিবি এই তিনটি র‍্যাম ভ্যারিয়েন্টে। থাকছে ৩২ ও ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের সুবিধা। ব্লুটুথ ৫ থাকছে এই ফোনে, যার ফলে আপনি একই সাথে দুইটা ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে পারবেন, বিশাল ৪০০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি থাকছে সারাদিনের ব্যাকাপের জন্য আর একে চার্জ করার জন্য থাকছে Quick Charge 4 প্রযুক্তি। ফিঙ্গারপিন্ট থাকছে পেছনে আর সবথেকে প্রিয় আমার যে জিনিষ তাহল 3.5mm অডিও জ্যাক , ধন্যবাদ রেডমি এই ফিচারডি বাদ না দিয়ে দেয়ার জন্য। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ যাতে সিরিয়ালের চক্করে পরে মিস না হয় সেই জন্য শাওমি এই ফোনে যুক্ত করেছে IR ব্লাস্টার ।
এই ফোনটি চায়নার বাজারে বিক্রি শুরু হয়েছে বাংলাদেশি টাকার হিসাবে ১২ হাজার টাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Mi Box 4 SE শীঘ্রই বাজারে ছাড়তে যাচ্ছে শাওমি ।

Next Post

রুটেড ফোনের জন্য সেরা ১০ টি অ্যানড্রয়েড অ্যাপ !

Related Posts

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ আসছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে

সাম্প্রতিককালে গুগল সহ সকল আমেরিকান কোম্পানি হুয়াওয়ের পাশে থেকে সরে যাবার খবর তখনো কফির টেবিল ছেড়ে যায়নি আর…
পড়ুন