Tuesday, April 7, 2020
নীড় আড্ডাঘর হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ আসছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ আসছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে

সাম্প্রতিককালে গুগল সহ সকল আমেরিকান কোম্পানি হুয়াওয়ের পাশে থেকে সরে যাবার খবর তখনো কফির টেবিল ছেড়ে যায়নি আর এরই মাঝে হুয়াওয়ে দিল আরেক চমকপ্রদ খবর। আসছে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ Huawei Mate 30 । আর হুয়াওয়ে মেট ৩০ চলবে তাদের নিজেদের অপারেটিং সিস্টেম হংমেং এ। সেপ্টেম্বর মাসে রিলিজ হবার কথা হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপের। মাত্র ৩ মাসে কেন চমক দেখাবে হুয়াওয়ে তাই এখন ভাবছে টেক কমিউনিটি ।

কিরিন ৯৮৫ চিপসেটে চলবে হুয়াওয়ের নতুন এই ফোন।

কথিত আছে হুয়াওয়ের নতুন এই অপারেটিং সিস্টেমে চলবে এন্ড্রয়েডের সব এ্যাপ এমনি সাপোর্ট করবে এন্ড্রয়েডের এপ্স ও।

হুয়াওয়ের অপারেটিং সিস্টেম এখনো সবার কাছে অপরিচিত থাকলেও জনমনে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা তো হচ্ছেই। সেই সবের অবসান ঘটিয়ে হুয়াওয়ে কেমন চমক দিবে দেখা যাক।

দেব দেবাশীষhttp://ddeb.me
হ্যালো! আমি দেব দেবাশীষ। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। ভাল লাগে নতুন প্রযুক্তি। ভালবাসি গেজেট, ভালবাসি কাচ্চি, ভালবাসি পাইথন।

কিছু তো বলুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম