FB Android App Dark mode – জেনে নিন আসল ঘটনা!

Facebook ইতি মধ্য তাদের Facebook messenger এর জন্য Dark mode এনাবল করায় অনেক ইউজার প্রতিক্ষায় রয়েছেন Facebook Android App এ Dark Mode ফিচারটির।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেকে Facebook এর Dark mode সংস্কারণের স্ক্রিনশট শেয়ার দিচ্ছে। অনেকে আবার এনাবল করার জন্য অর্ধ চাঁদের ছবি থেকে শুরু করে আমাবস্যার চাঁদক ফেসবুক পোস্টের কমেন্টে শেয়ার করেই যাচ্ছেন। তাদের জন্য বিষাদের নিউজ হল এই যে, Facebook এখনও তাদের Android App এ এই ফিচারটি এড করেনি।

এটি মূলত একটি থার্ড পার্টি সফটওয়্যার যা Facebook এর m.facebook.com লিংকটি ব্যবহার করে ফেসবুকের এক্সেসের ব্যবস্থা করে দিচ্ছে তাদের App টিতে। App টির রয়েছে সর্বমোট ২৩ টি থিম। যার মধ্যে Dark mode উল্লেখ যোগ্য। অনেকেই UC Browser এর Dark mode/ Reading Mode feature টি ব্যবহার করেছেন। যে Mode টি এনাবল করে Facebook এ ঢুকলে Facebook এর পেজগুলো Dark mode এ দেখাবে। এমনকি অনেকে পিসিতেও এই ফিচারটি ব্যবহার করেছেন। মূলত ওই এপটি এই একই কাজ করছে।

এছাড়া এই app টির মাধ্যমে ফেসবুক সহ সর্বমোট ১০ টি সোশ্যাল সাইট ব্যবহার করতে পারবেন।

এপটি Google Play store এ গিয়ে “Maki” লিখে সার্চ করলেই Maki For Facebook and Messenger নামের একটি App পাবেন সেটি ইন্সটল দিবেন।

তারপর app টির ডান পাশে উপরে কর্ণারে ৩ টি ডট বিশিষ্ট অপশনে ক্লিক করে Settings > General > Theme > Material Dark অথবা AMOLED থিমটি সিলেক্ট করে app টিকে Dark mode এ কনভার্ট করে নিন আর উপভোগ করুন Facebook এর সাথে Dark mode ফিচার।

সতর্ক বার্তঃ App টি যেহেতু তৃতীয় পক্ষের তাই এই app টি ব্যবহারে যে আপনার একাউন্টের কোনো ক্ষতি হবেনা সেটি একেবারে বলা যাচ্ছেনা। তাই নিজ দায়িত্বে ব্যবহার করুন। একাউন্টের কোনো প্রকার ক্ষতি হলে পোস্ট দাতা দায়ী নয়। আর অনুরোধ থাকবে এরকম থার্ডপার্টি Application থেকে দূরে দূরে থাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Poco F1 Lite শাওমির নতুন চমক!

Next Post

শুরু হয়ে গেলো “কল অভ ডিউটি মোবাইল”এর প্রি রেজিস্ট্রেশন

Related Posts

[TechSa #4] এক নজরে জেনে নিন Search Engine সম্পর্কে।

ইন্টারনেট যগতে Search Engine হল এমন একটি ইঞ্জিন/যন্ত্র (নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও বিভিন্ন এলগরিদম ব্যবহার করে তৈরি…
পড়ুন

আমরা কতটুকু নিরাপদ সোশ্যাল মিডিয়া-এর হাত থেকে!

প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে দৈনন্দিন জীবনে আমরা যতটা না নিজেদের বন্ধুদের চিনি তার থেকে বেশি চিনি আমাদের ভার্চুয়াল/কাল্পনিক…
পড়ুন