Huawei Elate 4G মোবাইল ফুল বাংলা রিভিউ

Huawei Elate ক্রিকেট নিয়ে আমি হাজির হলাম আমি অভিজিৎ সাহা। ফোন টি মুলত যাদের দেশে 4G সাপোর্ট করে তাদের বেজ করে বানানো হয়েছে। এবং USA সিম অপারেটর Cricket তারা হুয়াওয়ের সাথে যুক্ত হয়ে এই ফোন টি কেনাডা আর USA জন্য বেজ করে এনেছে। ফোন টির বস্ক টি দেখলে নরমাল হেড ফোন কেজ এর মতন মনে হবে। ফোন বস্ক এর ভিতর আপনি পাবেন ফোন + ইউজার মেনুয়াল + চার্জার + একটি সিম রিযেক্টার টুল। ফোন টি অন করলে বুট লোগতে দেখতে পাবেন হুয়াওয়ে লোগ তার পরেই দেখা যাবে Cricket সিম কো: লোগ দিয়ে ফোন টি অন হবে। ফোন টির উপরে কেমেরা, ভয়েজ রিসিভার পিছনে রয়েছে কেমেরা আর ফ্লাস। ডান সাইডে রয়েছে ভলিউম রকার আর পাওয়ার বাটন আর বাম সাইডে রয়েছে সিম রিজেক্টর ট্রে। চলুন দেখা যাক ফোনের ভিতর কি কি দিয়েছে : Dimensions: 76.2 x 153.4 x 8.38 mm
Weight: 165 g
SoC: Qualcomm Snapdragon 435 MSM8940
CPU: 4x 1.4 GHz ARM Cortex-A53, 4x 1.1 GHz ARM Cortex-A53, Cores: 8
GPU : Qualcomm Adreno 505
RAM: 2 GB, 800 MHz
Storage : 16 GB
Memory cards: microSD, microSDHC, microSDXC
Display : 5.5 in, IPS, 720 x 1280 pixels, 24 bit
Battery : 4000 mAh, Li-Polymer
OS: Android 7.0 Nougat
Camera: 4032 x 3024 pixels, 1920 x 1080 pixels, 30 fps
SIM card : Nano-SIM
Wi-Fi : b, g, n, Wi-Fi Hotspot, Wi-Fi Direct
USB: 2.0, Micro USB
Bluetooth : 4.1
Positioning: GPS, A-GPS, GLONASS
ফোনের AnTuTu হল 39847। গেমিং এর দিক দিয়ে দেখতে গেলে এই ফোন দিয়ে আপনি যে কোন গেম খেলতে পারবেন। বড় গেম গুলা খেলতে হলে আপনাকে গ্রাফিক্স একটু কম করে নিয়ে খেলতে হবে। কেমেরার দিকে দেখতে গেলে অনেক অনেক ভাল। ডে + লো লাইটে আপনাকে দিবে অনেক সুন্দর ছবি। + আপনি সেল্ফি লাভার হলে এই ফোন টি আপনার ইচ্ছা অনেক দিক দিয়ে মাজেট এর ভিতর বেস্ট ছবি দিবে। এই বার আসা যাক ব্যাটারি দিকে ফোনের ব্যটারি ৪০০০ এম্পিয়ার যেটা কুইক চার্জ সার্ফোট করে যেটা ২ঘন্টা ১০ মিনিট এ ফুল চার্জ হয়ে যাবে। কিন্তু এই ফোন টি OTG দেওয়া হয় নাই। আপনি এই ব্যাটারি তে অনায়াসে ৭/৮ ঘন্টা চালাতে পারবেন। এই ফোনে যায়রেস্কোপ সেন্সর দেওয়া হয় নাই। সো ভি আর বস্ক দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। ওভার অল আপনি এই ফোনটি দিয়ে অনায়াসে ভাল ভাবে সব কিছুই করতে পারবেন। ওভার অল বাজেট তাও দেখতে হবে অনলি ৬৫$।
কেমন লাগল আপনাদের আমার এই ছোট রিভিউ যানাতে ভুলবেন না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Ourspop B20 ওয়্যারলেস ব্লুটুথ স্পোর্ট মিনি স্পিকার পর্যালোচনা

Next Post

USB Heated Fingerless Glove ফুল বাংলা রিভিউ

Related Posts

শাওমি এন্টি দূষণ PM2.5 রিচার্জ এয়ার ফিল্টার চালু সঙ্গে এয়ার মাস্ক ফুল রিভিউ

বর্তমান ভেজাল খাবার এর যুগে যেমনি ভাবে বেড়েচলেছে শারিরিক অশুস্থতা। তেমনি পাল্লা দিয়ে বেড়ে চলছে বায়ু দূশন। আমারা…
পড়ুন
whatstool by deshidroid

WhatsTool – Toolkit for WhatsApp Users

হোয়াটসটুলস অ্যাপ্লিকেশন, যা হোয়াটসঅ্যাপ এর জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা অ্যাপ্লিকেশান । একটি প্রিমিয়াম টুলকিট পণ্য। প্রতিদিনের হোয়াটসঅ্যাপ…
পড়ুন