BlitzWolf BW-BS3 Versatile 3 in 1 ব্লুটুথ ট্রাইপড সেল্ফি স্টিক রিভিউ

BlitzWolf BW-BS3 Versatile 3 in 1 ব্লুটুথ ট্রাইপড সেল্ফি স্টিক রিভিউক্ষনস্থায়ি মুহুর্ত গুলো যে বা যারা বন্ধি করতে চান আজ এই পোস্ট টি তাদের জন্য। আজ আমি কথা বলব BlitzWolf BW-BS3 Versatile 3 in 1 Bluetooth Tripod Selfie Sticks নিয়ে। এটি এক দিকে যেমন সেল্ফি স্টিক অন্য দিকে একটি ট্রাইপড ও বটে। এর সাহায্যে আপনি একদিকে সেল্ফি + ভিডিও রেকড করার জন্য একটি ভাল ট্রাইপড ও পেয়ে যাচ্ছেন। নরমান সেল্ফি স্টিক এর মত মনে করলে আপনি অনেক ভুল করবেন এটি সম্পুর্ন রুপে নতুন ভাবে করা হয়েছে। এটিতে দেওয়া হয়েছে একটি ব্লুটুথ বাটন। যার সাহায্যে আপনি এক বার চার্জে ১৫,০০০ ছবি তুলতে পারবেন এমন টাই কো: ক্লেম করেছে। এটি আপনি ৩৬০ ডিগ্রি তে ঘুরিয়ে ঘুরিরে ছবি + ভিডিও করতে পারবেন। এর কেমেরা মাউন্ট এর আপনি যে কোন ডিভাইজ ব্যবহার করতে পারবেন যত বড় সাইজ হোক না কেন। এটির দাম $15 ( বেংগুড ) । এটি Apple + Android ২ টা ডিভাইজ এ সমান ভাবে কাজ করবে। এটির ব্লুটুথ বাটন যার সাহায্যে ছবি + ভিডিও করা হয় এটি রিমুভ করা যায়। যার সাহায্যে আপনি যেকোন স্থান থেকেই আপনার ভিডিও + ছবি ২ টাই তুলতে + করতে পারবেন।সো যদি আপনি ট্রাইপড নেবার কথা ভেবে থাকেন তা হলে এই BlitzWolf BW-BS3 Versatile 3 in 1 Bluetooth Tripod Selfie Sticks টি নিতে পারেন এতে আপনার এক খরচায় ২টি আইটেম পেয়ে যাবেন। + এটি কেরি করতেও অনেক সহজ। সো আজ দেরি না করে নিয়ে নিন এটি। আর প্রযুক্তির মজা উপভোগ করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

শাওমি এন্টি দূষণ PM2.5 রিচার্জ এয়ার ফিল্টার চালু সঙ্গে এয়ার মাস্ক ফুল রিভিউ

Next Post

লিকুইড ইনভিসিবল গ্লাস কাভার প্রটেক্টর রিভিউ

Related Posts