আমরা Redmi Note 7 Pro এর পারফর্মেন্স এর বেঞ্চমার্ক স্কোর টেস্ট করেছিলাম Antutu এবং Geekbench4 দিয়ে।
বেঞ্চমার্ক স্কোর দেখার আগে চলুন দেখে নেই আমরা যে ফোনটির বেঞ্চমার্ক স্কোর টেস্ট করেছি তার এক অংশ স্পেকঃ
- Chipset : Qualcomm SDM675 Snapdragon 675 (11 nm)
- CPU : Octa-core (2×2.0 GHz Kryo 460 Gold & 6×1.7 GHz Kryo 460 Silver)
- GPU : Adreno 612
- Android Version : Android Pie (9.0)
- MIUI version : MIUI 10
- Color : Blue
- RAM : 4 GB
- Storage : 64 GB
- Battery Capacity : 4000 mAh
Antutu Score
Antutu Test সম্পূর্ণ চালাতে ব্যাটারি খরচ হয়েছিল ২% এবং CPU এর তাপমাত্রা ৩৪ °C থেকে বেড়ে দাঁড়ায় ৩৭ °C এ।
স্কোর করতে সক্ষম ১৮৩০৬৫ যা তার ছোট ভাই Redmi Note 7 থেকে প্রায় ৪০০০০ স্কোর বেশি করতে সক্ষম। এ থেকে বোঝায় যাচ্ছে SD 675 আরও বেশি optimized SD 660 থেকে।
Geekbench4 Score
Geekbench4 এর স্কোর টেস্ট করতে ১% চার্জ খরচ হয়েছিল। এবং তাপমাত্রা ৩৭°C থেকে বেড়ে ৩৯°C এ উঠেছিল।
Single Core Score
Multi Core Score
Performance
Gaming এ আমরা টেস্ট করেছিলাম। PUBG High Graphics সাপোর্ট করে। গেম খেলার সময় ল্যাগ তেমন চোখে না পড়লেও ফ্রেম ড্রপ বেস লক্ষণীয়। গেমের গ্রাফিক্স সেটিংস কমিও তেমন কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছিলাম না। তবে ROM এর Optimization আরও ভাল করা গেলে ফ্রেমড্রপ কমে যাওয়ার সম্ভাবনা ১০০%।
PUBG খেলার সময় Redmi Note 7 এর মত অস্বাভাবিক গরম হয়নি ফোনটি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯°C পর্যন্ত পেয়েছি। এটা স্বাভাবিক ধরা যায়। একটানা বেস কয়েকটি গেম খেলার পরও তাপমাত্রা বেস স্টাবল ছিল।
Asphalt 9 ও বেস ভালভাবে খেলা যাচ্ছিল। Facebook, Messenger সহ সকল ভারী ভারী App বেস স্মুথলি চলছিল।
Final Opinion
Redmi Note 7 Pro পারফর্মেন্স-এ বেস সন্তোষজনক একটি ডিভাইস বলা যায়। যারা পার্ফরমেন্স চান কম দামের মধ্যে তাদের জন্য ফোনটি নিঃসন্দেহে ভাল একটি ডিভাইস।(যদিও দেশের বাজারে বর্তমানে ফোনটির ব্যাপক চাহিদা থাকায় ফোনটির দাম আকাশচুম্বী!) তবে অল্প কিছুদিনের মধ্যে ফোনটি ২০ হাজার টাকার বাজেরটের মধ্যে বেস্ট একটি পারফর্মেন্স ডিভাইস হতে চলেছে।
বিদ্রঃ বেঞ্চমার্ক স্কোর ROM optimization, RAM ও Storage এর পরিমাণের ওপর নির্ভর করে।