MNP-এর খরচ কমছে !

গত ১ অক্টোবর ২০১৮-এ বাংলাদেশে চালু হয় MNP সুবিধা। যার মাধ্যমে গ্রাহক তার পুরাতন নম্বর পরিবর্তন না করে অপারেটর পরিবর্তন করার সুবিধা পাবে।

শুরুতে এই MNP সুবিধা নেওয়ার জন্য ১৫৮ টাকা খরচ হত। যার মধ্যে ৫০ টাকা MNP-এর জন্য ব্যয়, এই ব্যয় এর ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর(vat) ও ৭.৫০ টাকা এবং সিম পরিবর্তনের ওপর সম্পূরক শুল্ক ছিল ১০০ টাকা।

খুশির সংবাদ হল এই যে, MNP -এর ওপর আরোপিত ১০০ টাকা সম্পূরক শুল্ক জাতীয় রাজস্ব বোর্ড (NBR) তুলে নেওয়ার জন্য গত ১৩ জানুয়ারি ২০১৯-এ একটি প্রজ্ঞাপন জারি করে । এছাড়া এই প্রজ্ঞাপনে মোবাইল অপারেটর ও MNP সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে মাসের প্রথম সপ্তাহে অপারেটর বদলের তথ্য, নম্বর স্থিতি ও এর সাথে সংশ্লিষ্ট তথ্যাদি বিটিআরসি (BTRC) এর কাছে জমা দিতে বলা হয়।

সূত্রঃ BTRC Facebook Official Page

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

আমরা কতটুকু নিরাপদ সোশ্যাল মিডিয়া-এর হাত থেকে!

Next Post

Application’s Permission – বাঁচুন ডিজিটাল চোরদের হাত থেকে!

Related Posts