Motorola RAZR- নতুন কনসেপ্টে পুরাতনের ছোঁয়া।

অ্যান্ড্রয়েডের ঠিক আগ মুহূর্তে, জাভা নির্ভর অপারেটিং সিস্টেমের সময় বেস ভালভাবেই ফোল্ডিং ফোনগুলোর প্রচলন ছিল। তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে টাচ স্ক্রিনের বদৌলতে ফোল্ডিং ফোনগুলো অতীত। যদিও বর্তমানে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দেখা যাচ্ছে এখন তারা আবার ফোন্ডিঙের সেই সর্ণযুগে ফিরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মটোরোলা ২০১৯ সালে আনতে চলেছে তাদের নতুন ফোল্ডিং স্মার্টফোন। যা দেখতে হুবহু সেই পুরোনো ফোল্ডিং ফোনের মত হলেও পার্থক্য কেবল এই ফোনে কোনো বাটন থাকছে না। পুরোপুরি টাচ-স্ক্রিন শুবিধার এই স্মার্টফোনটি পুরোনো দিনের স্বাদ দিতে সক্ষম।

ফোনটি ফোল্ডিং অবস্থায় বেস ছোটখাট। আর আনফোন্ড করলে একটি নরমাল স্মার্টফোনের মতই দেখায়।

সাথে থাকছে সেকেন্ডারি একটি স্ক্রিন আর সেটিও টাচ নির্ভর।

ছোট ডিসপ্লেটির রেজুলুশন 600×800 পিক্সেল। মূল ডিসপ্লেটি ৬’২ ইঞ্চি OLED প্যানেলের যার রেজুলুশন 2142×876 পিক্সেল।

প্রসেসর হিসেবে থাকছে ২.২ গিগাহার্জের স্নাপড্রাগন ৭১০ এবং জিপিইউ হিসেবে থাকছে এন্ড্রিনো ৬১৬। ফোনটির দুইটি সংস্করণ বের হতে পারে। একটি ৪/৬৪ গিগাবাইটের (র‍্যাম/স্টোরেজ) ও ৬/১২৮ গিগাবাইটের।

ব্যাটারি ক্যাপাসিটি ২৭৩০ মিলিএম্পিয়ার ও ২৮ ওয়াটের টারবোপাওয়ার চার্জিং সুবিধা।

তবে এর দাম কত দাঁড়াবে সেটা ফোনটি মুক্তির আগ পর্যন্ত বোঝা যাচ্ছেনা।

সূত্রঃ ওয়েবু

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

মুক্তি পেল Samsung Exynos 9609 চিপ

Next Post

টেক প্রশ্নোত্তর পর্ব ১ – শাওমি ফোনের নেটওয়ার্ক ব্যান্ড,কাস্টম ফন্ট, নোট ৭ বেটা রোম।

Related Posts

আপনার স্মার্টফোনটি বৈধ তো!

১৫ ডিজিটের IMEI নাম্বার সকল ফোনেই ইউনিক। এই নাম্বার দিয়েই আপনার ফোন আইডেন্টিফাই করে টেলিকম অপারেটররা। এতোদিন গ্রাহকদের…
পড়ুন