গত ৯ এপ্রিল ২০১৮ তারিখে দেশে আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করল ইউমিডিজি। গত কয়েকমাস ধরে তারা তাদের ফেসবুক পেজে প্রচারনা চালানোর পাশাপাশি বেশ কিছু ফ্যানবেসড প্রতিযোগিতার ও আয়োজন করেছিল। ইউমিডিজি দারাজ, কিকসা ও ইস্টোরের সাথে প্রিবুক শুরু করেছিল, যা আজ থেকে শিপমেন্ট করছে। ইউমিডিজি ইউরোপ, সাউথ-ইষ্ট এশিয়া, সাউথ এশিয়া, মিডল ইষ্ট এবং আফ্রিকাসহ প্রায় ২০টি দেশে উমি সর্বাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস রপ্তানি করে থাকে। বর্তমানে তাদের তালিকায় যুক্ত হল বাংলাদেশ। বাংলাদেশে তাদের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর Redgreen Corporation সারা বাংলাদেশে খুব শীগ্রী ইউমিডিজি ছড়িয়ে দেয়ার কাজ করে চলছে।
বাংলাদেশের বাজারে বর্তমানে ইউমিডিজি এস২ প্রো ও ক্রিস্টাল পাওয়া যাচ্ছে। আগামী মাসের শেষের দিকে ইউমিডীজি এ১ প্রো, ইউমিডীজি এস২ লাইট ও ইউমিডীজি জি২ প্রো বাজারে পাওয়া যাবে।

Related Posts
IMEI ডাটাবেজ চেক সিস্টেমে বাগ
গতকাল থেকে দেশের মোবাইল ফোন ইউজারদের IMEI BTRC এর ডাটাবেসে আছে কিনা সেটা জানার জন্য sms দিয়ে জানার…
দেশেই বানানো হবে মাদারবোর্ড
গতকাল মঙ্গলবার বিটিআরসি কার্যালয়ে এসএমএসে বৈধ-অবৈধ হ্যান্ডসেট যাচাই এবং এ খাতে অন্যান্য সুবিধা তৈরিতে মোবাইল হ্যান্ডসেটের তথ্য নিয়ে…
রেডমি বাজারে আনল তাদের প্রথম ল্যাপটপ RedmiBook 14
শাওমি এর সাব-ব্রান্ড রেডমি নিয়ে এসেছে শক্তিশালী ল্যাপটপ RedmiBook 14 । এটির একটি ভেরিয়েন্ট 8th Gen Intel Core…
nice