গত ৯ এপ্রিল ২০১৮ তারিখে দেশে আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করল ইউমিডিজি। গত কয়েকমাস ধরে তারা তাদের ফেসবুক পেজে প্রচারনা চালানোর পাশাপাশি বেশ কিছু ফ্যানবেসড প্রতিযোগিতার ও আয়োজন করেছিল। ইউমিডিজি দারাজ, কিকসা ও ইস্টোরের সাথে প্রিবুক শুরু করেছিল, যা আজ থেকে শিপমেন্ট করছে। ইউমিডিজি ইউরোপ, সাউথ-ইষ্ট এশিয়া, সাউথ এশিয়া, মিডল ইষ্ট এবং আফ্রিকাসহ প্রায় ২০টি দেশে উমি সর্বাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস রপ্তানি করে থাকে। বর্তমানে তাদের তালিকায় যুক্ত হল বাংলাদেশ। বাংলাদেশে তাদের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর Redgreen Corporation সারা বাংলাদেশে খুব শীগ্রী ইউমিডিজি ছড়িয়ে দেয়ার কাজ করে চলছে।
বাংলাদেশের বাজারে বর্তমানে ইউমিডিজি এস২ প্রো ও ক্রিস্টাল পাওয়া যাচ্ছে। আগামী মাসের শেষের দিকে ইউমিডীজি এ১ প্রো, ইউমিডীজি এস২ লাইট ও ইউমিডীজি জি২ প্রো বাজারে পাওয়া যাবে।

Related Posts
নিরাপত্তা ঝুঁকতে হোয়াটসএপ!
রাশিয়ান যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা সতর্ক করেছেন যে, হোয়াটসএপ নিরাপত্তা ঝুঁকিতে আছে। হোয়াটসএপের মাধ্যমে খুব সহজেই এর ব্যবহারকারী…
PUBG -তে Zombie এর আক্রমণ!
Zombie একটি অতি পরিচিত একটি নাম বা ক্যারেক্টর। ভিডিও গেম প্রেমী থেকে শুরু করে হরর মুভি প্রেমী –…
ম্যাক অ্যাপের জন্য টুইটডেকঃনতুন ইন্টারফেস সাথে অনেক কিছু!
টুইটার ম্যাক অ্যাপের জন্য টুইটডেক এর নতুন ইন্টারফেস উন্মোচন করেছে। সেই সাথে রয়েছে পোল সিস্টেম। টুইটডেক ব্যবহারকারী চাইলে…
nice