ওরিও সম্পর্কে টুকিটাকি

 

এন্ড্রোয়েড 7 Nougat বের হলো প্রায় 1 বছর হয়ে গেলো।তাই এন্ড্রোয়েড মোবাইল অপারেটিং সিস্টেম ওরিও রিলিজ করছে কিছু দিন হলো।ইতিমধ্যে গুগল এর ডিভাইস গুলো এবং অন্যান্য ব্র্যান্ডের কিছু কিছু ডিভাইস oreo উপডেট পেয়ে গেছে।আসুন ওরিও নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক।

ওরিওতে ভিডিওর জন্য picture-in-picture মোড রয়েছে|এই ফিচারটি আমার কাছে অনেক ভালো লেগেছে।আপনি ফোনে কাজ করার সময় ভিডিও অন রেখে কাজ করতে পাবেন কিছুটা এন্ড্রোয়েড টিভির মতনএটা আপনি স্ক্রিন এর যে কোনো জায়গায় রাখতে পারবেন এবং বড় ছোট করতে পারবেন।এছাড়া এই আপডেটে কখন ও কোনো টেক্সট কপি করলে তাতে যদি কোনো এড্রেস,ফোন নাম্বার অথবা লিংক থাকে তাহলে ঐখানে দিয়ে আপনি সরাসরি ভাবে এড্রেস গুগল ম্যাপস এ সার্চ দিতে পারবেন আর নাম্বার দিয়ে কল দিতে পারবেন এবং লিংক দিয়ে ওয়েব এ সার্চ দিতে পারবেন।এ ছাড়া কোন এপসে নোটিফিকেশন আসলে এপসের উপরে ক্লিক করে কিছুক্ষণ রাখলে কোন বিষয়ের উপর নোটিফিকেশন আসছে তা সম্পকে জানা যাবে।এ ছাড়া ফেসবুক,টুইটার কোনো কিছুতে লগ ইন করতে বার বার ইমেইল পাসওয়ার্ড লেখার দরকার নেই শুধু ঐখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড ও ইমেইল চলে আসবে যার মাধ্যমে খুব অল্প সময়ে আপনি আপনার একাউন্ট গুলোতে প্রবেশ করতে পারবেন।নতুন এমজী তো আছেই।এ ছাড়া সিটিংস ও নোটিফিকেশন এ বেশ কিছু পরিবর্তন আসছে।এNougat এর অনেক বাগ ঠিক করা হয়েছে এই আপডেটে।Background execution এবং location limits এপ্লিকেশন গুলো চেক করে রাখে তাই ব্যাটারি ড্রেন হতে দেয় না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

ভলিউম বাটনে যোগ করুন বিভিন্ন ফাংশন

Next Post

মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন চিপসেটের ভিতরে পার্থক্য

Related Posts

Motorola RAZR- নতুন কনসেপ্টে পুরাতনের ছোঁয়া।

অ্যান্ড্রয়েডের ঠিক আগ মুহূর্তে, জাভা নির্ভর অপারেটিং সিস্টেমের সময় বেস ভালভাবেই ফোল্ডিং ফোনগুলোর প্রচলন ছিল। তবে যুগের সাথে…
পড়ুন

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ৬০% পর্যন্ত ছাড়ে হোস্টিং দিচ্ছে cornQ

দেশের ডোমেইন,হোস্টিং মার্কেটে cornQ (কর্ণকিউ) এর পদার্পণ খুব বেশি দিন নয়। এই বছরের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে…
পড়ুন