Redmi 7 : দেখে নিন কি কি থাকছে এতে!

শাওমি বাজারে আনোট চলেছে তাদের নতুন স্মার্টফোন Redmi 7। বরাবরের মত এতেও থাকছে কিছু নতুন চমক। আর সে চমকটি হল Redmi 7 আসতে চলেছে গ্লাস বডি বিল্ডে। এর মাধ্যমে অনেকটা পরিষ্কার হয়ে গেল যে শাওমি এখন মেটাল বডি বিল্ড থেকে গ্লাস বডি বিল্ড সম্বলিত স্মার্ট ফোনের দিকে ঝুকছে।

ইতি মধ্যে একটি চাইনিজ ওয়েবসাইট Redmi 7 এর একটি পিক রিলিজ করেছে। এর মাধ্যমে অনেকটা কনফার্ম যে Redmi 7 আসতে চলেছে ডুয়াল ক্যামেরা মডিউলে। ক্যামেরা মডিউলটি ১২ MP ও 8 মেগাপিক্সেলের সমন্বয়ে প্রস্তুত। আর ফ্রন্টে থাকছে 8 MP এর আরেকটি সেল্ফি ক্যামেরা।

ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 632 প্রসেসর এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Adreno 506 GPU। ১৪ নেনোমিটারে প্রস্তুত এই প্রসেসরের ১.৮ গিগাহার্জ ক্লকস্পিড থাকছে এই ফোনটিতে। ফোনটির ডিসপ্লে সাইজ ৬.২৬ ইঞ্চি এবং HD+ তো সাথে থাকছেই। এর ভিতরে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে ৩৯০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনের স্পেক আশা করা যায় Redmi 7 এর ধার্যকৃত দামের মধ্যে বেশ ভাল হবে। এখন শুধু অপেক্ষার পালা বাস্তবে এই ফোনটি কতটা Ansroid user দের মন কাড়তে সক্ষম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Redmi Note 7 : যা কিছু নতুন রেডমি নোট ফোনে !

Next Post

১৮ মার্চ বাজারে আসছে শাওমি-এর Black Shark 2!

Related Posts

হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন হতে যাচ্ছে বিশ্বের প্রথম ৫ জি ফোন

এই মুহুর্তে টেক দুনিয়ার সবথেকে হট টপিক হচ্ছে ফোল্ডেবল স্মার্টফোন এবং ৫জি। গতকাল শাওমি তাদের ফোল্ডেবল স্মার্টফোনের একটি…
পড়ুন