দাম বাড়ছে স্মার্টফোনের

আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বাজেটে স্মার্টফোন আমদানির উপর শুল্ক বৃদ্ধির প্রস্থাব করা হয়েছে। বর্তমানে স্মার্টফোন আমদানি শুল্ক ১০ শতাংশ, যা বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়, আইসিটি খাতের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনে রেয়াতি সুবিধা প্রদানের কারণে স্থানীয় পর্যায়ে ৫-৬টি সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ খাতে বিদ্যমান সুবিধা অব্যাহত রেখে সেলুলার ফোন উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কতিপয় যন্ত্রাংশের আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাসের প্রস্তাব করছি।

এর মধ্যে ট্রানজিস্টরের শুল্ক ৫ শতাংশ থেকে ১ শতাংশ, ক্রিস্টাল ডায়োডস ৫ শতাংশ থেকে ১ শতাংশ, চার্জার কানেক্টর পিন ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ, সিম স্লট ইজেক্টর পিন ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

অর্থাৎ যেসব কোম্পানির ফিচারফোন সংযোজন করা হয় সেসব ফিচার ফোনের দাম কমবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Auglamour F200 রিভিউ – মিড বাজেটের পছন্দের ইয়ারফোন।

Next Post

দাম বাড়বে স্মার্টফোনের । কাদের লাভ ? বাজেট আলোচনা

Related Posts

নিরাপত্তা ঝুঁকতে হোয়াটসএপ!

রাশিয়ান যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা সতর্ক করেছেন যে, হোয়াটসএপ নিরাপত্তা ঝুঁকিতে আছে। হোয়াটসএপের মাধ্যমে খুব সহজেই এর ব্যবহারকারী…
পড়ুন