HMD গ্লোবালের হাত ধরে নতুন করে বাজারে এসেছিলো নোকিয়া। আসার পর থেকেই নোকিয়া চেষ্টা করছে স্মার্টফোন বাজারে তাদের আধিপত্য পুনরুদ্ধার করার। এবারের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে যোগ দেয়ার ঘোষনা আগেই দিয়েছিলো নোকিয়া। ধারনা করা হচ্ছে সেখানে নোকিয়া তাদের নতুন ডিভাইস নোকিয়া ৯ পিওরভিউ এর ঘোষনা দিবে। কিন্তু নোকিয়া অফিশিয়ালি এখনো এই সংক্রান্ত কোন তথ্য জানায়নি।তবে WMC শুরু হওয়ার আগেই নোকিয়া তাদের এই ডিভাইসটির ঘোষনা দেবে বলে আশা করা যায়।
এর মধ্যে নোকিয়া দুইটি পোষ্টার রিলিজ করেছে। যা দখে বুঝা যাচ্ছে যে, এই ডিভাইসটি হলে একটি পাঞ্চ হোল ডিসপ্লের ফোন। যদিও নোকিয়ার এই ফোনটির রিয়ারে পাচটি ক্যামেরা লেন্স থাকার কথা ছিলো কিন্তু ছবিতে দেখা যাচ্ছে চারটি ক্যামেরা। অর্থাৎ এটি হতে যাচ্ছে নোকিয়ার প্রথম কোয়াড ক্যামেরা ফোন। থাকবে নকিয়ার চিরচেনা Carl Zeiss lens, আর OZO Audio। বাদ বাকি সব ফ্ল্যাগশীপ ফিচার তো থাকবেই। বুঝাই যাচ্ছে ট্রেন্ডের সাথে নোকিয়া ভালোভাবেই এগুচ্ছে। ডিভাইসটি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে অফিশিয়াল ঘোষনা পর্যন্ত। আর সবার আগে বাংলায় সব টেক নিউজ জানতে থাকতে হবে দেশী ড্রয়েডের সাথে।