প্রথমবারেই ২০০,০০০ রেডমি কে ২০ প্রো বিক্রি

এই সপ্তাহেই রিলিজ হওয়া রেডমির প্রথম ফ্ল্যাগশিপ কে ২০ প্রো এর প্রথম ফ্ল্যাশসেল ছিলো আজকে। আর প্রথম সেলেই শাওমির রেডমি জানান দিচ্ছে তারাই নেতৃত্ব দিবে স্ন্যাপড্রাগন ৮৫৫ ফ্যামিলি। মাত্র ১ ঘন্টা ৪৫ মিনিটেই শাওমি রেডমি কে২০ প্রো সেল হয় ২ লাখ পিস।

৬ গিগা ও ৮ গিগা র‌্যামের এই ফোনটিকে আপাতত বলা হচ্ছে সবথেকে বাজেট ফ্ল্যাগশিপ কিলার। ৬.৩৯ ইঞ্চির সুপার এমোলেড এই প্রথম রেডমি নিয়ে এলো কোন ফোনে।

ট্রিপল ক্যমেরার দারুন কম্বিনেশনে ফটোগ্রাফিতেও এগিয়ে থাকবে এই ফোন। ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর ৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স তাই বলে।

শাওমি রেডমি কে ২০ প্রো এর দাম 

র‍্যাম + স্টোরেজ চায়নায় দাম দেশে আনুমানিক দাম
6GB + 64GB 2,499 ৩০৫০০ টাকা
6GB + 128GB 2,599 ৩২০০০ টাকা
8GB + 128GB 2,799 ৩৫ হাজার টাকা
8GB + 256GB 2,999 ৩৭ হাজার টাকা

সুত্র: অনলাইন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

5G কে অতীত করে আসছে 6G নেটওয়ার্ক!

Next Post

মুক্তি পাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M40

Related Posts

মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন চিপসেটের ভিতরে পার্থক্য

আমাদের অনেকের মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন সম্পর্কে ধারণা থাকে না।তাই আজকে আপনাদের ছোট করে একটা ধারণা দিতে চাই। মিডিয়াটেক…
পড়ুন