এই সপ্তাহেই রিলিজ হওয়া রেডমির প্রথম ফ্ল্যাগশিপ কে ২০ প্রো এর প্রথম ফ্ল্যাশসেল ছিলো আজকে। আর প্রথম সেলেই শাওমির রেডমি জানান দিচ্ছে তারাই নেতৃত্ব দিবে স্ন্যাপড্রাগন ৮৫৫ ফ্যামিলি। মাত্র ১ ঘন্টা ৪৫ মিনিটেই শাওমি রেডমি কে২০ প্রো সেল হয় ২ লাখ পিস।
৬ গিগা ও ৮ গিগা র্যামের এই ফোনটিকে আপাতত বলা হচ্ছে সবথেকে বাজেট ফ্ল্যাগশিপ কিলার। ৬.৩৯ ইঞ্চির সুপার এমোলেড এই প্রথম রেডমি নিয়ে এলো কোন ফোনে।
ট্রিপল ক্যমেরার দারুন কম্বিনেশনে ফটোগ্রাফিতেও এগিয়ে থাকবে এই ফোন। ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর ৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স তাই বলে।
শাওমি রেডমি কে ২০ প্রো এর দাম
র্যাম + স্টোরেজ | চায়নায় দাম | দেশে আনুমানিক দাম |
6GB + 64GB | 2,499 | ৩০৫০০ টাকা |
6GB + 128GB | 2,599 | ৩২০০০ টাকা |
8GB + 128GB | 2,799 | ৩৫ হাজার টাকা |
8GB + 256GB | 2,999 | ৩৭ হাজার টাকা |
সুত্র: অনলাইন