১৮ মার্চ বাজারে আসছে শাওমি-এর Black Shark 2!

এই মাসের ১৮ তারিখে শাওমি বাজারে আনতে চলেছে তাদের আরেকটি গেমিং ডিভাইস Black Shark 2। Black Shark 2 তাদের প্রথম কোনো Gaming Phone না। এর আগে Black Shark এবং Black Shark Helo নিয়ে হাজির হয়েছিল গত বছর। এই ফোনটি বিশেষ করে মোবাইল গেমারদের জন্য বানানো যাতে দেওয়া হয়ে থাকে লিকুইড কুলিমগ সুবিধা সহ Black Shark এর নিজস্ব অপটিমাইজ করা Operating System।

Black shark 2 তে থাকছে ডুয়াল ক্যামেরা সেটাপ। সাথে LED flash ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর। বিশেষ করে গেমিং এর জন্য বানানো বিধায় এর ডিজাইনটাও বেস ইউনিক ও নজর কাড়ার মত।

Blaxk Shark 2 তে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm এর সর্বশেষ ফ্লাগশিপ প্রসেসর Snapdragon 855। এতে থাকছে লিকুইড কুলিং সিস্টেম ৩.০ সংস্কারণ। এই ডিভাইওটি ২৭ ওয়াট পর্যন্ত ফার্স্ট চার্জিং সাপোর্টেড। এই ডিভাইসটিতে থাকতে পারে OLED screen ডিসপ্লে। এছাড়া ডুয়াল স্টেরিও স্পিকার যা গেমারকে দেবে অসাধারণ অনুভূতি গেমিং এর সময়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Redmi 7 : দেখে নিন কি কি থাকছে এতে!

Next Post

বাজারে আসছে Sony Xperia 1

Related Posts

পোকো আনছে তাদের সর্ব প্রথম স্মার্ট ওয়াচ

শাওমির সাব ব্র্যান্ড পোকো তাদের নতুন সেগমেন্ট AIoT নিয়ে পুরোপুরি ভাবে প্রস্তুত। লিক অনুসারে ২৬শে এপ্রিল তাদের নিজস্ব…
পড়ুন

ম্যাক অ্যাপের জন্য টুইটডেকঃনতুন ইন্টারফেস সাথে অনেক কিছু!

টুইটার ম্যাক অ্যাপের জন্য টুইটডেক এর নতুন ইন্টারফেস উন্মোচন করেছে। সেই সাথে রয়েছে পোল সিস্টেম। টুইটডেক ব্যবহারকারী চাইলে…
পড়ুন