USB Heated Fingerless Glove ফুল বাংলা রিভিউ

সবাইকে প্রথমে মেরি ক্রিসমাস এর শুভেচ্ছা। আমদের দেশে শিত দিন দিন যাকিয়ে বসেছে। দিন কে দিন শিত এর প্রকপ বেরেই চলেছে। সকাল বেলা যারা বাইক, সাইকেল, রিকশা করে করে অফিস, স্কুল, কলেজ এ করে যান তারাই ভাল করে জানেন কতটা শিত এর প্রকপ চলছে। বিশেস করে যারা বাইক, সাইকেল করে সকাল বা বিকালে ট্রাভেল করে তারা বুঝতে পারেন তাদের হাতের উপর দিয়ে কি জায়। শিতের দাপটে তাদের নরম হাতটি হয়ে যায় রুক্ষ, বরফ এর মত। অনেকে বাইক থেকে নেমে অফিস এ গিয়ে কাজে মন দিতে পারেন না কারন তার হত হয়ে যায় তার অবাধ্য, বরফ এর মত। তাদের জন্য আমার এই পোস্ট । আজ আমি আলোচনা করব এমন একটি গ্যজেট নিয়ে যেটা আপনার কাজের গতিকে ২ গুন করে দিবে । USB Heated Fingerless Glove এর মাধ্যমে আপনি আপনার হাতকে মাত্র ১০ সেকেন্ড এর মাধ্যমে অগের মত সাভাবিক হাতে ফিরিয়ে আনতে পারবেন। এই Glove এ রয়েছে মেটাল পেপার টাইপ হিটার ্যেটা মোজা থেকে অলাদা করা যায়। এইটি আপনি যে কোন প্লাগ বা মোবাইল চর্জার , পাওয়ার ব্যংক এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ২ টি গ্লোবজ এ রয়েছে কানেক্টিং তার যার মাধ্যমে আপনি ২ টি গ্লোবজ একটি তারের মাধ্যমে যইয়েন্ট করে মোবাইল কেবল এর মত ব্যবহার করতে পারবেন। এটির প্রাইজ ৮৳ দেওয়া হয়েছে গিয়ার বেস্ট এ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

Huawei Elate 4G মোবাইল ফুল বাংলা রিভিউ

Next Post

নয়েজ ক্যন্সলেশন হেডফোন সম্পর্কে বাংলায় ফুল রিভিউ

Related Posts

DCL C483 – প্রথম দর্শনের অনুভূতি!

প্রতিবারের মত এবারও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টদের মাঝে ল্যাপটপ বিতরণ করে ১ এপ্রিল ২০১৯। “একজন স্টুডেন্ট একটি…
পড়ুন