ব্লকচেইন ডোমেইন নেমের আদ্য-পান্ত!

প্রযুক্তি ভালবাসি আর ব্লকচেইনের নাম শুনিনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া বেস দুষ্কর। ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছুই হবে ব্লকচেইন নির্ভর। তারই ধারাবাহিকতায় এথেরিয়াম (Ethereum) ওয়েবসাইটের জগতকে আরও এক ধাপ এগিয়ে দিতে নিয়ে আসলো ব্লকচেইন প্রযুক্তির ডোমেইন নাম।
Internetbs তাদের ওয়েবসাইটে ব্লক চেইন(Block Chain) প্রযুক্তির ডোমেইন নেম বিক্রি শুরু করেছে। মূলত Ethereum- ক্রিপ্টকারেন্সি (cryptocurrency)-তেই এই ডোমেইন নেইম এর মূল্য নির্ধারিত হবে।

এই ডোমেইন নেইম এর এক্সটেনশন হল .ETH ।  আর, এর ডোমেইন নেম কেনার পদ্ধতিটা অনেকটা Domain Auction-এর মত।

অর্ডার করার পরপরই পরবর্তী ৫ দিনের জন্য এটা নিলামে উঠবে। যে বেশি দাম দিবে ডোমেইনটি তার হবে। সব থেকে মজার কিংবা বিরক্তিকর ব্যাপার হল। এই ডোমেইন নিলামে না জিতলে ওরা ৯৫% রিফান্ড করবে। কারণ বাকি ৫% তাদের সিস্টেমে খরচ হয় সেজন্য রেখে দিবে। আর এই ডোমেইন নেমের দামও নির্দিষ্ট নয়। ইথেরিয়াম ক্রিপ্টকারেন্সি এর মূল্য কম-বেশি হওয়ার উপর দাম নির্ভর করবে।

নিলামে প্রতিদ্বন্দ্বী না থাকলে ডোমেইনটি কেনার জন্য যিনি অর্ডার করেছিলেন, সেটা তার হয়ে যাবে। এবং 0.01 ETH চার্জ করা হবে নিলাম ডাকার জন্য। ডোমেইনটি রিনিউ এর জন্য কত রাখতে পারে সেটা এখনও প্রকাশ করা হয়নি।

এই তো গেল ব্লক চেইন ডোমেইন নিয়ে টুকটাক আলোচনা। যেহেতু ক্রিপ্টকারেন্সি এর ব্যাপার স্যাপার আছে, আমাদের কাছে যতই ব্লক চেইন প্রযুক্তিটা ভাল লাগুক না কেন, ক্রিপ্টোকারেন্সি এর অভাব আর এই অদ্ভুত সিস্টেমের জন্য, এই ডোমেইন আমাদের মত সাধারণ মানুষদের জন্য নয় সেটা স্পষ্ট। এবার দেখার পালা ব্লকচেইন ডোমেইন আদৌও খ্যাতি অর্জন করতে পারবে কিনা!

ডোমেইন-হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেটি পড়ে আসতে পারেন – ডোমেইন-হোস্টিং এর প্রয়োজনীয়তা । আর এদিকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ডোমেইন-হোস্টিং এর ওপর cornQ -তে চলছে ৬০% পর্যন্ত ছাড় !

1 comment
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ৬০% পর্যন্ত ছাড়ে হোস্টিং দিচ্ছে cornQ

Next Post

এলো কোয়ালকম এর নতুন বাচ্চা

Related Posts

KZ HD9 রিভিউ – সাধ্যের মধ্যে একটি ব্যালেন্সড ইয়ারফোন!

বাজারে হাইপ তোলা ইয়ারফোনগুলার মধ্যে KZ HD9 অন্যতম। আসুন আজকে HD9 নিয়ে প্যাঁচাল পাড়ি। আনবক্সিংঃ প্যাকেজিং তো এনভাইরনমেন্টাল…
পড়ুন

স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে যত কথা

ব্যাক্তিগতভাবে আমার কাছে মনে হয় একটা স্মার্টফোনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে এর ডিসপ্লে। কারন হিসেবে বলা যেতে পারে…
পড়ুন