এবার সত্যিই বন্ধ হচ্ছে অবৈধ স্মার্ট ফোন

বিনা কর দিয়ে দেশে ঢুকা মোবাইল ফোন বন্ধ করার উদ্যোগ ২০১২ সালে নেওয়া হলেও ২০২১ সালের শুরুতেই প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। BTRC সূত্রমতে, আগামী বছরেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সকল অবৈধ পথে আসা মোবাইল। আন অফিসিয়াল স্মার্টফোন দিয়ে যুক্ত হওয়া যাবেনা কোন নেটওয়ার্ক এর সাথে।

বন্ধ হবে আন অফিসিয়াল মোবাইল

এতে করে, শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল কেনা, আমদানি এবং ব্যবহারের প্রবণতা কমবে বলে ধারণা করছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমানে দেশে মোবাইল আমদানি কর ৫৭% , অর্থাৎ কোন মোবাইল এর দাম ১০০ টাকা হলে তার বিপরীতে ৫৭ টাকা কর দিতে হবে। কিন্তু হ্যান্ডসেট উৎপাদন ও আমদানিকারক সমিতির হিসেবে প্রতি বছর দেশে এভাবে শুল্ক ছাড়াই প্রায় দুই হাজার কোটি টাকার স্মার্টফোন আসছে। ফলে, আমদানি শুল্ক হিসাবে ১ হাজার ১৪০ কোটি হারাচ্ছে সরকার। বার বার বিভিন্ন সরকারি সংস্থার অভিযানেও তেমন ভাবে কমেনি আনঅফিসিয়াল মোবাইল এর ব্যবহার ও ক্রয় বিক্রয়।

অবৈধভাবে এসব হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করা গেলে তখন বৈধভাবেই আসবে। এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক

অবৈধ আন অফিসিয়াল ফোন কিনে অনেক সময় বিপদে পড়ছেন ব্যবহারকারীরাও। ওয়ারেন্টি ইস্যু নিয়ে অনেক সময় ঝামেলা পোহাতে হয় তাদের ।

অবৈধ আন অফিসিয়াল ফোন বন্ধ হলে কি করব? 

অবৈধ আনঅফিসিয়াল ফোন বলতে বুঝানো হচ্ছে BTRC এর অনুমোধন ছাড়া যেসব ফোন বাজারে এসেছে। বাংলাদেশের বাজারে প্রায় ৬০ ভাগের বেশি ফোন আনঅফিসিয়াল । এই বিরাট গ্রাহক রা কি করেবন ? তখন হয়তো BTRC নিবন্ধনের সুযোগ রাখবে, তবে সেটা শুধুমাত্র সময়ই বলতে পারে। 

দেশে কত শতাংশ মানুষ আনঅফিসিয়াল ফোন ব্যবহার করেন? 

বিভিন্ন গ্রুপে চালানো আমাদের হিসেবমতে দেশের প্রায় ৬৩% লোকজন  আনঅফিসিয়াল ফোন ব্যবহার করেন। তাদের বড় একটা অংশ বিদেশ থেকে গিফট পাওয়া ফোন ব্যবহার করেন। অনেকে জেনে বুঝেই কিনেছেন আনঅফিশিয়াল ফোন। এর কারন হিসাবে তারা বলেন মূলত কম দামে ভাল ফোন পেতেই তারা আনঅফিশিয়াল ফোন কিনেন । এছাড়াও দেশে নতুন ফোন রিলিজ হতে অনেক বেশি দেরি করাকে অনেকে কারন হিসাবে উল্যেখ করেন। 

আনঅফিসিয়াল ফোনে ব্যবহার করা সিম কি বন্ধ হয়ে যাবে ?

না, সিম বন্ধ হবে না। তবে সিমটি আন অফিসিয়াল ফোনে থাকলে তা নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না মানে আপনার ফোনে নেট পাবেনা। ২জি, ৩জি কিংবা ৪জি কোনটাই পাবে না । আবার সরকার চাইলে এইসব ফোনের জন্য শুধু ২জি ব্যবহার করার অনুমতিও দিতে পারে । এই সিম আপনি পরে যেকোন অফিশিয়াল ফোনে লাগালে সাথে সাথে নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

নিয়ে নিন নোকিয়া ক্যামেরা অ্যাপ আপনার স্মার্ট ফোনের জন্য

Next Post

শুরুর কথা

Related Posts

আপনার স্মার্টফোনটি বৈধ তো!

১৫ ডিজিটের IMEI নাম্বার সকল ফোনেই ইউনিক। এই নাম্বার দিয়েই আপনার ফোন আইডেন্টিফাই করে টেলিকম অপারেটররা। এতোদিন গ্রাহকদের…
পড়ুন

হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন হতে যাচ্ছে বিশ্বের প্রথম ৫ জি ফোন

এই মুহুর্তে টেক দুনিয়ার সবথেকে হট টপিক হচ্ছে ফোল্ডেবল স্মার্টফোন এবং ৫জি। গতকাল শাওমি তাদের ফোল্ডেবল স্মার্টফোনের একটি…
পড়ুন

পোকো আনছে তাদের সর্ব প্রথম স্মার্ট ওয়াচ

শাওমির সাব ব্র্যান্ড পোকো তাদের নতুন সেগমেন্ট AIoT নিয়ে পুরোপুরি ভাবে প্রস্তুত। লিক অনুসারে ২৬শে এপ্রিল তাদের নিজস্ব…
পড়ুন