ক্ষনস্থায়ি মুহুর্ত গুলো যে বা যারা বন্ধি করতে চান আজ এই পোস্ট টি তাদের জন্য। আজ আমি কথা বলব BlitzWolf BW-BS3 Versatile 3 in 1 Bluetooth Tripod Selfie Sticks নিয়ে। এটি এক দিকে যেমন সেল্ফি স্টিক অন্য দিকে একটি ট্রাইপড ও বটে। এর সাহায্যে আপনি একদিকে সেল্ফি + ভিডিও রেকড করার জন্য একটি ভাল ট্রাইপড ও পেয়ে যাচ্ছেন। নরমান সেল্ফি স্টিক এর মত মনে করলে আপনি অনেক ভুল করবেন এটি সম্পুর্ন রুপে নতুন ভাবে করা হয়েছে। এটিতে দেওয়া হয়েছে একটি ব্লুটুথ বাটন। যার সাহায্যে আপনি এক বার চার্জে ১৫,০০০ ছবি তুলতে পারবেন এমন টাই কো: ক্লেম করেছে। এটি আপনি ৩৬০ ডিগ্রি তে ঘুরিয়ে ঘুরিরে ছবি + ভিডিও করতে পারবেন। এর কেমেরা মাউন্ট এর আপনি যে কোন ডিভাইজ ব্যবহার করতে পারবেন যত বড় সাইজ হোক না কেন। এটির দাম $15 ( বেংগুড ) । এটি Apple + Android ২ টা ডিভাইজ এ সমান ভাবে কাজ করবে। এটির ব্লুটুথ বাটন যার সাহায্যে ছবি + ভিডিও করা হয় এটি রিমুভ করা যায়। যার সাহায্যে আপনি যেকোন স্থান থেকেই আপনার ভিডিও + ছবি ২ টাই তুলতে + করতে পারবেন।সো যদি আপনি ট্রাইপড নেবার কথা ভেবে থাকেন তা হলে এই BlitzWolf BW-BS3 Versatile 3 in 1 Bluetooth Tripod Selfie Sticks টি নিতে পারেন এতে আপনার এক খরচায় ২টি আইটেম পেয়ে যাবেন। + এটি কেরি করতেও অনেক সহজ। সো আজ দেরি না করে নিয়ে নিন এটি। আর প্রযুক্তির মজা উপভোগ করুন।
Related Posts
Auglamour F200 রিভিউ – মিড বাজেটের পছন্দের ইয়ারফোন।
আজকে নিয়ে আসলাম Auglamour (অগলামার /অগলমার ) F200 এর রিভিউ। অগলমার নামটি অনেকের কাছেই নতুন। আর নাম নতুন…
লিকুইড ইনভিসিবল গ্লাস কাভার প্রটেক্টর রিভিউ
প্রযুক্তি এই বিশাল বিপ্লব এ আজ আমরা ভেসে চলেছি স্রতের টানে। কিছু দিন আগের কথা নয় এই বছর…
DCL C483 – প্রথম দর্শনের অনুভূতি!
প্রতিবারের মত এবারও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টদের মাঝে ল্যাপটপ বিতরণ করে ১ এপ্রিল ২০১৯। “একজন স্টুডেন্ট একটি…