মোবাইল ইন্টারনেট স্পীডে উগান্ডারও পেছনে বাংলাদেশ

বর্তমানে ইন্টারনেট ছাড়া একটা দিন ও চিন্তা করা যায়না। দিন দিন আমাদের দেশে স্মার্টফোন ব্যবহারকাীদের সংখ্যা বাড়ছেই, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট এর ব্যাবহার।

কিন্তু সম্প্রতি Ookla Speedtest Global Index for September 2020 অনুসারে বাংলাদেশের মোবাইল ইন্টারনেট স্পিড এর বেভারেজ ডাউনলোড স্পিড ১০.৭৬ মেগাবিট পার সেকেন্ড। শুনতে বেশ ভালো মনে হলেও, উগান্ডা, সিরিয়া কিংবা লিবিয়ার মত দেশের ও অনেক পেছনে পড়ে আছে বাংলাদেশ এর মোবাইল ইন্টারনেট স্পিড। অক্লার সূত্রমতে বর্তমানে মোবাইল ডাটার গ্লোবাল এভারেজ স্পিড প্রায় ৩৬ মেগাবিট পার সেকেন্ড।

বাংলাদেশের মোবাইল ইন্টারনেট স্পিড উগান্ডার থেকেও কম

যদিও বাংলাদেশের ব্রডব্যান্ড স্পিড নিয়ে অনেক গ্রাহকই সন্তুষ্ট কিন্তু মোবাইল ইন্টারনেট স্পিড নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড গড়ে ৩০ মেগাবিট পার সেকেন্ড প্রায়।

ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে সবথেকে প্রথমে আছে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়ার মোবাইল ইন্টারনেট স্পিড প্রায় ১২১ মেগাবিট পার সেকেন্ড। তাদের পরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে চিন এবং সংযুক্ত আরব আমিরাত।

ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড এ সবথেকে উপরে অবস্থান করছে সিঙ্গাপুর, ২৬০.৬০ মেগাবিট পার সেকেন্ড এবং ঠিক এর পরেই আছে হংকং, ২১০ মেগাবিট পার সেকেন্ড । ১৯৩.৪৭ মেগাবিট পার সেকেন্ড স্পিড নিয়ে তিন নাম্বারে আছে রোমানিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

ফেসবুক মোবাইল এ্যাপ এ ডার্ক মুড

Next Post

এ্যাপ কেন iOS এ ভালো চলে?

Related Posts