বেশ কিছুদিন আগে ফেসবুক তাদের ওয়েবসাইট ও মোবাইল এ্যাপ এ বিশাল ডিজাইন পরিবর্তন এনেছে। আর সেই পরিবর্তন অনেকের ভালো লেগেছে, অনেকের কাছে মনে হচ্ছে অত্যন্ত বিশ্রী । সে যার মনে যাই থাকুক, ফেসবুক ছাড়তে পারছেন না কেউই। তবে এইসব ভালো লাগা না লাগা দুই দলকে এক করতে ফেসবুক নিয়ে আসছে দারুন এক ডিজাইন
ডার্ক মুড! হ্যা ভুল শুনছেন নাহ, এতদিন পর ফেসবুক মোবাইল ইউজারদের মনের কথা শুনতে পেয়ে মোবাইল এ্যাপ এ ডার্ক মুড নিয়ে আসছে। চলুন ফেসবুক এর একটা ভিডিও দেখে আসি।
ফেসবুকের নিজেদের WhatsApp এবং Instagram এ যদিও আগে থেকেই Dark Mode ছিল, কিন্তু এই প্রথম ফেসবুক তাদের মোবাইল এ্যাপ এ ডার্ক মুড দিচ্ছে।
কিভাবে ফেসবুক মোবাইল এ্যাপ এ ডার্ক মুড অন করবেন
এন্ড্রোয়েড বা আইফোন দুই ডিভাইসেই ফেসবুক ডার্ক মুড চালাতে পারবেন । তার জন্য যা করতে হবে:
- আপনার মোবাইল এ ফেসবুক এ্যাপটি ওপেন করুন
- ফেসবুক এ্যাপের সেটিং এ যান।
- সেটিংস & প্রাইভেসির ভেতরে সবার নিচের দিকে দেখুন Dark Mode
তো এখন সবাই কি ফেসবুক ডার্ক মুড পাবে? না এই মুহূর্তে ফেসবুক সবাইকে ডার্ক মুড দিচ্ছেনা। সিলেক্টেড কিছু কিছু ইউজার এই ডার্ক মুড সুবিধাটি পাবেন।
আমার সেটিংস এর নিচে ডার্ক মুড নাই, আমি কিভাবে পাব?
এই ক্ষেত্রে আসলে অপেক্ষা করা ছাড়া কোন রাস্তা খুলা নেই, ফেসবুক নিজে থেকেই এই অপশন দিবে আপনার একাউন্ট এ ।
কিভাবে ফেসবুক ডার্ক মোড বন্ধ করবেন
ফেসবুক এ্যাপ এর সবার ডান দিকের মেনুতে ক্লিক করুন, যেখানে ক্লিক করলে সেটিংস আসে। তার সবার নিচে পাবেন Settings & Privacy , সেখানে Dark Mode অপশন এ ক্লিক করে পেয়ে যাবেন অফ অন করার সিস্টেম।
সবাই এক সাথে ডার্ক মুড না পেলেও, আসা করা যায় খুব তাড়াতাড়ি সব ফেসবুকার এই ডার্ক মুড অপশন পেয়ে যাবেন। ডার্ক মুড কেমন লাগে আপনার? আমাদের জানাতে ভুলবেন না কিন্তু।
Great! 😍