5G কে অতীত করে আসছে 6G নেটওয়ার্ক!

২০১৯ সাল হতে চলেছে 5G সমৃদ্ধ বিশ্ব। যেখানে সারা বিশ্বে 5G ছড়িয়ে দেওয়ার প্লান হচ্ছে সেখানে রিসার্চ এবং টেলিকমিউনিকেশন সংস্থাগুলো 6G নিয়ে ভাবা শুরু করে দিয়েছে।

চাইনা মোবাইল এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয় এরই মধে একত্রে 6G নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে।

তাদের মধ্যে 6G এর অগ্রগতি নিয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়। এ কাজকে বৈজ্ঞানিক উপায়ে গবেষণা আওতায় এনে গবেষণার আওতাধীন হিসেবে থাকছে মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক, ইন্টারনেটের পরবর্তী প্রজন্ম ও মোবাইল ইন্টারনেট, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট, কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও 6G এর নতুন ফিচার।

এদিকে চাইনা মোবাইল তাদের এই কাজকে এগিয়ে নিতে দশ হাজার মানুষের একটি গবেষণা দল গঠন করে যার বাজেট প্রাথমিক পর্যায়ে ধরা হয়েছে ২০ বিলিওন ইয়ান।

তবে হুয়াওয়ে এর প্রেসিডেন্ট ইয়াং সাওবিন বলেন, “যদিও 6G নিয়ে কিছু মানুষ কথা বলছে। তারপরও ২০৩০ সালের আগে 6G আসার কোনো সম্ভাবনা নেই।আর তাই ২০৩০ সাল পর্যন্ত সময়কাল হতে চলেছে 5G এর।”

সূত্রঃ GizChina

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

রেডমি বাজারে আনল তাদের প্রথম ল্যাপটপ RedmiBook 14

Next Post

প্রথমবারেই ২০০,০০০ রেডমি কে ২০ প্রো বিক্রি

Related Posts

কার্নেল ও এর কার্যক্রম – জানুন বিস্তারিত।

বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু কার্নেলের নাম শোনেননি এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। শুধু মাত্র স্মার্টফোন…
পড়ুন

ম্যাক অ্যাপের জন্য টুইটডেকঃনতুন ইন্টারফেস সাথে অনেক কিছু!

টুইটার ম্যাক অ্যাপের জন্য টুইটডেক এর নতুন ইন্টারফেস উন্মোচন করেছে। সেই সাথে রয়েছে পোল সিস্টেম। টুইটডেক ব্যবহারকারী চাইলে…
পড়ুন