বন্ধ হয়ে যাচ্ছে লিনাক্সের আরও একটি অপারেটিং সিস্টেম।

Antergos যেটি কিনা Linux Arch এর ওপর ভিত্তি করে বানানো তার ডেভেলপাররা অফিশিয়ালি এই অপারেটিংসিস্টেমের আপডেট বন্ধ করে দিয়েছে।

২০১৪ সাল থেকে শুরু করে এই অপারেটিংসিস্টেমের রয়েছে ৯৩১,৪৩৯ টি ইউনিক ডাউনলোড সংখ্যা। এত বিশাল কমিউনিটি ভিত্তিক অপারেটিং সিস্টেমের বন্ধ সম্পর্কে এর ডেভেলপার Dustin, Alex এবং Gustau বলেন, অপারেটিংসিস্টেমটি মেইন্টেনেন করার মত তাদের হাতে পর্যাপ্ত সময় না থাকায় অপারেটিংসিস্টেমট বন্ধ করা লাগছে। যদিও এই অপারেটিংসিস্টেমের ওপেন সোর্সকোড ব্যবহার করে কেও চাইলে তার ব্যক্তিগত প্রজেক্ট তৈরি করার মত সুযোগও রয়েছে।

Antergos এর বর্তমান ব্যবহারকারীদের উদ্দেশ্যে জানানো হয়, যারা ব্যবহারকারী আছে তাদেরকে একটি বিশেষ আপডেটের মাধ্যমে Arch ভিত্তিক এই লিনাক্স অপারেটিংসিস্টেমের সকলক Antergos নির্ভর repository সরিয়ে নেওয়া হবে। সেই সাথে পরবর্তীতে সরাসরি Arch থেকে নিয়মিত আপডেট পাবে।

তবে তারা তাদের এই অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের সুবিদার্থে Atergos এর ফরাম ও উইকি সুবিধা সচল রাখছে। যদিও বলা হচ্ছে এই সুবিধা সাময়িক ও আগামী তিন মাসের বেশি সচল রাখা তাদের পক্ষে সম্ভব নয়।

সূত্রঃ Antergos

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post
Amazfit news

Revolution OS আসছে Amazfit এর জন্য।

Next Post

বিশ্বের প্রথম গেমিং ব্রাউজার!

Related Posts
Huwaei News

অ্যান্ড্রোয়েড-এর ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে Mate X এবং P30 Pro

আমেরিকা-এর সাথে চায়নার বেস কিছু বাণিজিক চুক্তি বন্ধ হয়ে যাওয়ার পর তাদের মধ্যকার বাণিজ্যিক পরিস্থিতি অস্থিতিশীল হতে শুরু…
পড়ুন