সম্প্রতিকালে নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করে সবার নজর কাড়ছে চাইনিজ ফোন নির্মাতা কোম্পানি অপ্পো। গত বছর “ফাইন্ড এক্স” মডেলটি দিয়ে তারা পরিচয় করিয়ে দেয় মটোরাইজড পপ আপ ক্যামেরার সাথে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও বাড়ানোর জন্য এটা বেশ যুগোপযোগী হিসেবে সবার কাছে বাহবা পায়।
এরই ধারাবাহিকতায় তারা তাদের আপকামিং মডেল “Oppo Reno” তে “শার্ক ফিন” ক্যামেরা নামক একটি নতুন ডিজাইন নিয়ে কাজ করছে। শুধু তাই না, এই ডিজাইনের পেটেন্ট ও তারা নিয়ে নিয়েছে।
যদিও এই ডিজাইনের কোন ফোন এখনো তারা জনসম্মুখে আনেনি, তবে এটি যে আসতে যাচ্ছে তা নিশ্চিত।
কেমন হবে নতুন ডিজাইনের এই ফোন? ছবিতে যেমন দেখে যাচ্ছে যে ফোনের উপরের দিকে একটি ডিসপ্লে স্লাইড করে তোলা যাবে। অন্য ছবিটিতে দেখা যাচ্ছে যে ফোনের এক পাশে স্লাইড করে অন্য একটি ডিসপ্লে দিয়ে ফোনে কাজ করার যায়গা বাড়ানো যাবে।
তবে বর্তমান সময়ের প্রযুক্তির সাথে এই ডিজাইন খুব একটা মানানসই হবে বলে মনে হচ্ছে না। কারন ফোনের উপরে ও নিচে লক্ষণীয় বেজেল আছে যা ফোনটিকে পুরুপুরি বেজেললেস বলা যাচ্ছে না।
আপনার কি মনে হয়? জানাতে পারেন মন্তব্যে।