PUBG -তে Zombie এর আক্রমণ!

Zombie একটি অতি পরিচিত একটি নাম বা ক্যারেক্টর। ভিডিও গেম প্রেমী থেকে শুরু করে হরর মুভি প্রেমী – এমন কাওকে খুঁজে পাওয়া যাবেনা যারা Zombie এর নাম শুনেননি। বিভিন্ন ভিডিও গেম ও হরর মুভি কাপিয়ে Zombie এখন PUBG তে!

PUBG কর্তৃপক্ষ ইতিমধ্যে PUBG Mobe সংযুক্ত করেছে তাদের গেম এ। আর এটি কেবল মাত্র PUBG Mobile beta 0.11.0 তে রিলিজ দেওয়া হয়েছে।

Officially এই Mode কে sunset নাম দেওয়া হয়েছে যেটা কেবল মাত্র Erangle Map এই থাকবে। PUBG -তে মূলত ১০০ জন প্লেয়ার একত্রে নামে। কিন্তু এই মোডে ৬০ জন প্লেয়ার খেলার সুযোগ থাকছে। এই মোডে Zombie প্লেয়ারদের পর্যায়ক্রমে আক্রমণ করতে থাকবে এবং প্লেয়ারকে বাঁচতে জম্বিগুলোকে মারতে হবে।

এছাড়া এখানে থাকছে “Normal” ও “Boss Zombie” যেটা Resident Evil 2 গেম এর বসের দেখা মিলবে৷। Resident Evil 2 এর আদলে তৈরি করা হয়েছে যা গত ২৫ জানুয়ারি উন্মুক্ত করা হয়।

এছাড়া থাকছে Zombie থিম, নতুন থাকছে কিছু নতুন ফিচার ও সিস্টেম এডজাস্টমেন্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

জেনে নিন MIUI এর কিছু এক্সক্লুসিভ ফিচার সম্পর্কে (পর্ব-১)

Next Post

Redmi Note 7 : বেঞ্চমার্ক স্কোর বনাম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স!

Related Posts

প্রিয়শপে ঈদ ফেস্টিভাল, সারা দেশে ফ্রি ডেলিভারি

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম আয়োজন করেছে মাসব্যাপী ‘ঈদ শপিং ফেস্টিভাল’। ফেস্টিভাল উপলক্ষ্যে বিভিন্ন পণ্যে ছাড়, ক্যাশব্যাক,…
পড়ুন