জেনে নিন MIUI এর কিছু এক্সক্লুসিভ ফিচার সম্পর্কে (পর্ব-১)

আমরা যারা শাওমি ফোন চালাই বা নতুন করে চালানোর প্লান আছে তারা সবাই কম বেশি MIUI এর নাম শুনেছি। MIUI হল Mi (Xiaomi) এর কাস্টমাইজ করা Android ROM। এভাবেও বলা চলেঃ MI + UI = MIUI । অনেকেই আছেন শুধু মাত্র MIUI এর user interface এর প্রেমে পড়ে Xaiomi ফোন কিনে থাকেন। আর MIUI যেমন user interface দিয়ে সকলের মন কেড়ে নিতে বিন্দু মাত্র সময় নেয় না ঠিক তেমন এই ROM এর কিছু গুরুত্বপূর্ণ ফিচারও রয়েছে যা আপনার কতটা গুরুত্বপূর্ণ ব্যবহারে আসতে পারে তা উপলব্ধি করাতেও বিন্দু মাত্র সময় নিবেনা। তবে চলুন দেখে নেওয়া যেক ফিচারগুলো সম্পর্কে।

অটোমেটিক কল রেকর্ডিংঃ “একটা কলের রেকর্ড অনেক সময় আপনার জীবনকে বাঁচিয়ে দিতে পারে। আবার একটি কল রেকর্ডিং-ই হতে পারে সারা জীবনের কান্না।”
যাস্ট কিডিং ব্রো/ সিস । আচ্ছা, আপনি চাইলেই আপনার ফোনের ডিফল্ট দেওয়া এই ফাংশন থেকে অটোমেটিক কল রেকর্ড অপশনটি অন করে রাখতে পারেন।

অন করতে – Dial App এ গিয়ে নিচে বামপাশে থাকা 3 Line Manu তে ক্লিক করুন। তারপর Setting এ গেলেই কল রেকর্ডিং এর অপশন পাবেন। এইখান থেকে ইচ্ছা করলে আপনি যেকোন ইনকামিং/আউটগোয়িং কল অটো রেকর্ড করতে পারবেন। অথবা নির্দিষ্ট নাম্বার সিলেক্ট করে দিতে পারবেন যেগুলার কল রেকর্ড হবে।

Quick Dial : 1 থেকে 9 এর মধ্যে যেকোন একটি নম্বরে Tap and press করে আপনার পছন্দের নম্বরে Dial করতে পারবেন মুহূর্তের মধ্যেই।

Set up করতে-
Dail App এ গিয়ে নিচের বাম পাশের 3 Line Menu– তে ক্লিক করে Setting > Advanced Setting > Quick Dial > এখান থেকে যেকোনো নম্বর (1 থেকে ৯ এর মধ্যে) -এ ক্লিক করে কন্টাক্ট নম্বরটি বসিয়ে নিবেন আর ব্যবহায় করবেন ইচ্ছে মত যখন তখন।

Schedule Message : কোন এনিভার্সারি বা কারো জন্মদিনে ঠিক সময় মতো একটা মেসেজ পাঠালে সবাই খুব খুশি হয়। আর না পাঠাইতে পারলে লাগে মারামারি এমনকি ব্রেকাপ ও হইয়া যায়! 🤔
এখন আমার মতো ভুলামন যাদের তাদের এই প্যারা থেকে মুক্তি দিবে এই ফিচার টি।

Message app এ গিয়ে Write Message অপশন এ যান। মনের মত মেসেজ একটা টাইপ করেন। নিচে বাম দিকে থাকা প্লাস (+) অপশনে ক্লিক করলে অনেক গুলা অপশন আসবে। সেখান থেকে Timed অপশনে ক্লিক করুন। ওইখান থেকে ইচ্ছামত সময় ও তারিখ সেট করে ওকে প্রেস করেন। এইবার চিল করেন ঠিক টাইমে মেসেজ চলে যাবে।
(বিদ্রঃ মোবাইলে টাকা না থাকার কারনে যদি মেসেজ না যায় তাইলে আবার আমাদের ধইরেন না 😏😏)

Screen Recorder: Tools নামে একটা ফোল্ডারের Home screen এ পাবেন। অনেকে এই অপশান টা ব্যাবহার করেন। কিন্তু স্মুথ হয় না ভিডিও রেকর্ডিং। অনেক সময় দেখা যায় frame drop বা quality খারাপ হয়।

Stability ঠিক রাখতে- Screen Recorder এপ এর সেটিং এ গিয়ে Frame Rate-30fps আর ভিডিও কোয়ালিটি 16Mbps (বেশিও দিতে পারেন, তবে প্রচুর মেমোরি খরচ করবে) করে দেন।

Calendar : ক্যালেন্ডার এপ টা অনেক প্রয়োজনীয়। বিশেষ করে বিশেষ বিশেষ দিন গুলা মনে রাখার জন্য।

ক্যালেন্ডার এপ এ ঢুকলেই আপনি একটা যোগ (+) চিহ্ন দেখতে পাবেন। সেটায় ক্লিক করলে নতুন যে উইন্ডো টা আসবে সেখানে উপরের দিকে দেখবেন “Event, Birthday, Anniversary, Countdown” এই অপশন গুলা দেখতে পাবেন। সেখান থেকে প্রয়োজন অনুসারে যেকোন একটা সিলেক্ট করে ইভেন্টের নাম, দিন, তারিখ, সময় এইগুলা সিলেক্ট করে OK করে দিলে সঠিক রিমাইন্ডার পেয়ে যাবেন।

আরও ফিচার সম্পর্কে জানতে চোখ রাখুন দেশী ড্রয়েড -এর সাইটে।

বিদ্রঃ একদম নতুন MIUI ইউজারদের জন্য এই টিপস! তাই যারা আগে থেকেই জানতেন তারা তো জানেনই। পাশাপাশি যারা জানে না তাদের জানতে সহায়তা করুন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলের সাথে শেয়ারের মাধ্যমে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন হতে যাচ্ছে বিশ্বের প্রথম ৫ জি ফোন

Next Post

PUBG -তে Zombie এর আক্রমণ!

Related Posts

Application’s Permission – বাঁচুন ডিজিটাল চোরদের হাত থেকে!

ধরুন আপনি আপনার বাসায় একজন অপরিচিত লোককে নিয়ে আসলেন। কিন্তু লোকটিকে আনার কোনো উদ্দেশ্য নেই আপনার! (কথা শুনতেই…
পড়ুন

ওয়েব হোস্টিং নির্বাচনের পূর্বে – প্রথম পর্ব

ইন্টারনেট(Internet) যেভাবে যোগাযোগ ব্যবস্থাকে করেছে উন্নত, ঠিক একইভাবে মানুষের কাছে পৌছানোটাকেও করেছে সহজলভ্য। আর এই সহজলভ্যতার রয়েছে যেমন…
পড়ুন

মোবাইল ডিসপ্লে কোনটা ভালো? AMOLED vs IPS LCD vs OLED vs Retina

আমরা যখন মোবাইল কিনি তখন বেশিরভাগ মানুষ যে জিনিষ দেখে কিনে তা হচ্ছে স্মার্টফোনের র‍্যাম, ইন্টার্নাল স্টোরেজ কিংবা…
পড়ুন