IMEI ডাটাবেজ চেক সিস্টেমে বাগ

গতকাল থেকে দেশের মোবাইল ফোন ইউজারদের IMEI BTRC এর ডাটাবেসে আছে কিনা সেটা জানার জন্য sms দিয়ে জানার সিস্টেম চালু হয়েছিল।

কিন্তু গতকাল থেকে এই নিউজ লেখা পর্যন্ত ব্যবহারকারীরা বলছেন IMEI নাম্বারের মাঝে স্পেস দিলেই প্রতি উত্তরে জানানো হচ্ছে যে তাদের ফোনটি ডাটাবেজে আছে।

KYD <Space> 66 <Space> এখানে যা ইচ্ছে লিখুন, <space> 11

তার প্রতি উত্তরে জানানো হবে যে আপনার IMEI ডাটাবেজে আছে।

যদিও স্বাভাবিক ভাবে এই IMEI যখন ভেরিফিকেশন করা হয় তখন আগেই যাচাই করে নেয়া উচিত যে ব্যবহারকারি যে নাম্বারটি পাঠিয়েছেন সেটি ১৫ সংখ্যার Integers কি নাহ।

কিন্তু ইউজাররা ১৬০০২ নাম্বারে যেকোন কিছু লিখে মেসেজ করলেই রিপ্লে দেয়া হচ্ছে যে তার IMEI ডাটাবেজে আছে।

2 comments
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

আপনার স্মার্টফোনটি বৈধ তো!

Next Post

দেশেই বানানো হবে মাদারবোর্ড

Related Posts

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ৬০% পর্যন্ত ছাড়ে হোস্টিং দিচ্ছে cornQ

দেশের ডোমেইন,হোস্টিং মার্কেটে cornQ (কর্ণকিউ) এর পদার্পণ খুব বেশি দিন নয়। এই বছরের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে…
পড়ুন