আজ আপনাদের এমন একটি গেজেট এর সাথে পরিচয় করিয়ে দিব যেটা আপনার মিউজিক শোনার এক্সপিরিয়েন্স কে অন্য লেভেল এ নিয়ে যাবে ।সেটি হল Ourspop B20 Wireless Bluetooth Sport Watch Mini Speaker । এই Speaker শুধু গান শোনা নয় এতে আপনি FM , হেন্ডস ফ্রি কল রিসিভ, এসডি কাড ব্যবহার, + এর Speaker এর সব থেকে বড় শুবিধা হল এটিতে রইয়েছে এন্টি লস ফোন System যাতে আপনি আপনার ফোন হারানো থেকে বাচতে পারেন। এটি ৪ কালার এভিলেভেল রয়েছে । এটিতে ৪৮ ঘন্টা স্টান্ড বাই টাইম দেওয়া আছে। এই Speaker বক্সের ভিতর আপনি পাবেন একটি Speaker + চার্জিং কেবল আর ব্যবহার নিতিমালা বই। এটি একটি Smart Watch এর মত । যেটার সামনে রইয়েছে Speaker রাইট সাইডে রয়েছে চার্জিং পোর্ট আর তার নিচে মাইক্রো এসডি কার্ড স্লট বাম পাসে রয়েছে ৪ টি বাটন একটি হল সেলফি বাটন, ২ আর ৩ হল ভলিউম রকার আর ৪ নং হল কল রিসিভ আর কল ডিসকাঙ্কেট আর পাওয়ার অন অফ করা যাবে। ডিভাইজ় টি অন করে আপনার ফোনের ব্লুটুথ অন করে গান গুনতে পারবেন । এই ডিভাইটি নরমাল Smart Watch থেকে একটু ভারি কিন্তু এটিকে ছোট খাট সাউন্ড হেন্ড গ্রেনেট বলাযাবে। এক জন সাউন্ড লাভার, এক জন ড্রাইভার , এক জন বাইকার যারা হেবি সাইন্ড এর সাথে সব সময় থাকতে পছন্দ করেন তাদের জন্য এই ডিভাইজ খুব ভাল ভাবে পারফেক্ট বলে আমি মনে করি এই ডিভাই টি পরে আপনি বাইরে গেলে আলদা রকমের অনুভুতি আপনার ভিতরে কাজ করবে। এটির প্রাইজ ১১.৩৩ ডলার । যেটা একজন প্রযুক্তি + মিউজিক লাভার এর কাছে কিছু না বলে আমি মনে করি। প্রমিয়াম কিছু দিয়ে শুরু করুন আপনার প্রযুক্তির সাথে পথ চলা। মিউজিক লাভার দের জন্য এটাই ভাল একটা কুল গেজেট যেটা আপনাকে বারতি Speaker বহনের যামেলা থেকে মুক্তি দিবে । ছোটা খাটা আসরে এটি অনা আসে আপনাদের মনো রঞ্জন করার ক্ষমতা রাখে।
Abhijit Saha
Author