প্রযুক্তি এই বিশাল বিপ্লব এ আজ আমরা ভেসে চলেছি স্রতের টানে। কিছু দিন আগের কথা নয় এই বছর ৬/৭ আগে নরমালি আমরা বাটন যুক্ত ফোন ব্যবহার করতাম। সেই ফোনের ডিসপ্লের উপর ব্যবহার করতাম প্লাস্টিক এর পাতলা আবরন যুক্ত কাভার। দিন এর সাথে সাথে ফোন ও চেঞ্জ হল তার সাথে চেঞ্জ হল ফোনের ডিসপ্লের কাভার গ্লাস। বর্তমান এমেরিকার ২ টি সুনাম ধন্য কো: এমন এক প্রকার ডিসপ্লে কাভার বের করছে সেটা নাকি লিকুইড সুধু কয়েক ফোটা দিয়ে নরম কাপড় দিয়ে ঘসা দিলেই নাকি ৯ ঘন্টার এক বিরাট সুবিধা প্রদান করবে যেটা এখন কার গ্লাস প্রটেকশন এর চেও বেশি কার্যকারী। চলুন দেখে নেওয়া যাক এর সম্পর্কে।
১: Nanostate : এই কোম্পানির ভাস্য মতে আপনি যদি এদের লিকুইড ইনভিসিবল কাভার এর কয়েক ফোটা দিয়ে ভাল করে মুছে ফেলেন আপনার ফোন কে তা হলে বিনা দিধায় ইনভিসিবল ভাবে এটি আপনার ফোনকে টানা ৯ ঘন্টা সুরক্ষা দিবে। কোন প্রকার দাগ, বালি, কাদা, জলের ফোটা, মেটাল কিছুর ঘসা সব কিছু থেকে।
ব্যবহার বিধি : প্রথমে আপনার ফোন টিকে ভাল ভাবে এল্কহল পেড দিয়ে মুছতে হবে ১ মিনিট এর জন্য শুকাতে দিন, তার পর ৩ফোটা ইনভিসিবল কাভার এর মেডিসিন দিন এবং ভাল ভাবে ফোনের সকল স্থানে মুছে ফেলুন যেখানে আপনি আপনার ফোন এর সুরক্ষা চান। তার পর ১০ মিনিট এর জন্য ভাল করে শুখাতে দিন। ১০ মিনিট হয়ে গেকে আবার এল্কহল পেড দিয়ে মুছে ফুল ৯ ঘন্টা সুরক্ষা জন্য তৈরি করে ফেলুন আপনার ফোনকে। এটির দাম দেওয়া হয়েছে ২৫$ ( ডলার )।
২। Cellhelmate : এই কো: বলেছে তারা নরমান ফোন কাভার এর থেকে ১.৫ গুন বেশি সুরক্ষা দিবে। একটি টেস্ট করেছিল তারা সেই টেস্ট এ দেখা গেছে নরমাল গ্লাস কভার এর সহ ফোন এর উপর তারা একটি গোল লোহার বল ৭.৫ ফুট থেকে ফেলেছিস বলটি ফোন + গ্লাস কাভার সহ ডিসপ্লে ভেংয়ে গেছে। তার পর তারা তাদের ইনভিসিবল কাভার গ্লাস এর কয়েক ফোটা দিয়ে ফোন টি ভাল ভাবে মুছে সেই টেস্ট আবার করল কিছু ফল একই হলেও উপর থেকে ফেলার দুরত্ত টা ছিল ৯.৫ ফুট। এ ব্যতিত আর কোন টেস্ট তারা করে নাই।
ব্যবহার : উপরে কো: মত এটিও সেম ভাবে ব্যবহার করতে হবে। এটির দাম ২৯.৯৯$ ( ডলার ) ।
অনেকর মনে প্রশ্ন থাতে পারে এটা কিয়ে বানান যে এত কাজ করবে। তাদের কে বলছি এটির বানানো সিক্রেট এখন জানা যায়ইনি।
Related Posts
Band 2 VS Huawei Color Band A2
অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন যে কোনটা কিনবেন? এই পোস্ট তাদের জন্যেই...
Auglamour F200 রিভিউ – মিড বাজেটের পছন্দের ইয়ারফোন।
আজকে নিয়ে আসলাম Auglamour (অগলামার /অগলমার ) F200 এর রিভিউ। অগলমার নামটি অনেকের কাছেই নতুন। আর নাম নতুন…
Redmi Note 7 : বেঞ্চমার্ক স্কোর বনাম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স!
আমরা হাতে পেয়েছিলাম Redmi Note 7। এই পোস্টের মাধ্যমে চেষ্টা করা হয়েছে ফোনটির স্কোর এর সাথে রিয়েল লাইফে…