Antergos যেটি কিনা Linux Arch এর ওপর ভিত্তি করে বানানো তার ডেভেলপাররা অফিশিয়ালি এই অপারেটিংসিস্টেমের আপডেট বন্ধ করে দিয়েছে।
২০১৪ সাল থেকে শুরু করে এই অপারেটিংসিস্টেমের রয়েছে ৯৩১,৪৩৯ টি ইউনিক ডাউনলোড সংখ্যা। এত বিশাল কমিউনিটি ভিত্তিক অপারেটিং সিস্টেমের বন্ধ সম্পর্কে এর ডেভেলপার Dustin, Alex এবং Gustau বলেন, অপারেটিংসিস্টেমটি মেইন্টেনেন করার মত তাদের হাতে পর্যাপ্ত সময় না থাকায় অপারেটিংসিস্টেমট বন্ধ করা লাগছে। যদিও এই অপারেটিংসিস্টেমের ওপেন সোর্সকোড ব্যবহার করে কেও চাইলে তার ব্যক্তিগত প্রজেক্ট তৈরি করার মত সুযোগও রয়েছে।
Antergos এর বর্তমান ব্যবহারকারীদের উদ্দেশ্যে জানানো হয়, যারা ব্যবহারকারী আছে তাদেরকে একটি বিশেষ আপডেটের মাধ্যমে Arch ভিত্তিক এই লিনাক্স অপারেটিংসিস্টেমের সকলক Antergos নির্ভর repository সরিয়ে নেওয়া হবে। সেই সাথে পরবর্তীতে সরাসরি Arch থেকে নিয়মিত আপডেট পাবে।
তবে তারা তাদের এই অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের সুবিদার্থে Atergos এর ফরাম ও উইকি সুবিধা সচল রাখছে। যদিও বলা হচ্ছে এই সুবিধা সাময়িক ও আগামী তিন মাসের বেশি সচল রাখা তাদের পক্ষে সম্ভব নয়।
সূত্রঃ Antergos