শাওমির সবথেকে জনপ্রিয় সিরিজ এবং বর্তমানে সাব ব্র্যান্ড রেডমি এর সবথেকে নতুন দুইটি ফোণ রেডমি নোট ৭ ও রেডমি নোট ৭ প্রো। বর্তমানে সারা বিশ্বের বাজারে পাওয়া বেস্ট ভ্যালু স্মার্টফোনের তালিকা করতে গেলে প্রথম আর দ্বিতীয় এই দুইটি স্থান দখল করে নিবে রেডমি নোট ৭ প্রো এবং রেডমি নোট ৭। কিন্তু দুঃখজনক হলেও সত্য শাওমি রেডমি নোট ৭ প্রো এর দেশের বাজারে আসার সম্ভাবনা হয়তো নেই। শাওমির স্পিকার পারশন জন চ্যান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমনই একটি বার্তা দিয়েছেন।
শাওমি ঠিক কি জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তা এখনো যানা যায়নি। বেস্ট স্মার্টফোন ডিল নামে খ্যাত এই স্মার্টফোনটি ইতিমধ্যে বাংলাদেশের শাওমি ফ্যানদের মধ্যে দারুণ আকর্ষনীয় হিসাবেই বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ভারতে রেডমি নোট ৭ প্রো এর দাম ১৩৯৯৯ রুপিতে ৪ জিবি র্যামের ভ্যারিয়েন্ট এবং ১৬৯৯৯ রুপিতে ৬ জিবি র্যামের ভ্যারিয়েন্ট টি পাওয়া যাচ্ছে। রেডমি নোট ৭ প্রো নেপচুন ব্লু , নেবুলা রেড এবং স্পেস ব্ল্যাক এই তিনটি কালারে পাওয়া যাবে।