দেখুন কে আপনার মোবাইল ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করছে

ধরুন আপনার মোবাইল টা কারো কাছে রেখে গেলেন অথবা বাসায় রেখে গেলেন। আপনার অনুপস্থিতিতে কেউ ধরুন আপনার মোবাইল টি আনলক করার চেষ্টা করেছে যদিও তাকে আপনি এজন্য অনুমতি দেননি। এখন কিভাবে বুঝবেন সেই লোকটা কে?

খুব সহজে! শুধুমাত্র Hidden Eye অ্যাপ টির মাধ্যমে! এই অ্যাপ টি আপনার মোবাইল এ ভুল পাসওয়ার্ড দেয়া সকল ব্যাক্তির ছবি তুলে রাখবে। পরে ছবি দেখে খুব সহজে আপনি তাকে চিনতে পারবেন।

যেভাবে ইন্সটল করবেন- ১। প্রথমে গুগল প্লে থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন – Download Hidden Eye

২। ইন্সটল করার পর অ্যাপ টি ওপেন করুন। একটা স্ক্রীন দেখবেন- ৩। এবার ON ক্লিক করে অ্যাপ টি এনাবল করুন।

৩। এবার ON ক্লিক করে অ্যাপ টি এনাবল করুন।

৪। Activate device administrator একটিভেট করুন।

ব্যাস হয়ে গেল! আপনি এটা আর ডিঅ্যাকটিভ করবেন না। এখন মোবাইল টা লক করুন এবং নিজেই ভুল পাসওয়ার্ড দিয়ে টেস্ট করুন। একবার ভুল পাসওয়ার্ড দেয়ার পর এবার সঠিক পাসওয়ার্ড দিন। দেখবেন খোলার সাথে সাথে আপনাকে জানিয়ে দিচ্ছে কে ভুল পাসওয়ার্ড দিয়েছিল এমনকি তার ছবিও দেখিয়ে দিবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Next Post

মাত্র ২ ক্লিকেই কম্পিউটার ফাস্ট

Related Posts

সিমব্যাড ম্যালওয়্যারে আক্রান্ত ১৫ কোটি এন্ড্রয়েড ইউজার | দেখে নিন আক্রান্ত এ্যাপের তালিকা

সিমব্যাড ম্যালওয়ার আক্রান্ত করেছে ১৫ কোটি গুগল প্লে ইউজারকে। এই নতুন ম্যালওয়ার ধরা পড়েছে সম্প্রতি চেক পয়েন্ট রিসার্চ…
পড়ুন

মোবাইল ডিসপ্লে কোনটা ভালো? AMOLED vs IPS LCD vs OLED vs Retina

আমরা যখন মোবাইল কিনি তখন বেশিরভাগ মানুষ যে জিনিষ দেখে কিনে তা হচ্ছে স্মার্টফোনের র‍্যাম, ইন্টার্নাল স্টোরেজ কিংবা…
পড়ুন

স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে যত কথা

ব্যাক্তিগতভাবে আমার কাছে মনে হয় একটা স্মার্টফোনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে এর ডিসপ্লে। কারন হিসেবে বলা যেতে পারে…
পড়ুন