দেশের ডোমেইন,হোস্টিং মার্কেটে cornQ (কর্ণকিউ) এর পদার্পণ খুব বেশি দিন নয়। এই বছরের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে cornQ তাদের ওয়েবসাইটের মাধ্যমে। cornQ মূলত একটি আইটি কন্সাল্টিং ফার্ম। তারা বর্তমানে অনলাইন ভিত্তিক ব্যবসা সংস্করণের কাজ করে চলেছে। এর মধ্যে, ডোমেইন-হোস্টিং সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, ব্রান্ড ডিজাইন সহ বেস কিছু সার্ভিস দিয়ে চলেছে তাদের দক্ষ টিমের মাধ্যমে।
আসছে ২৭ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে! এই দিনটিতে অনলাইনে অনেকেই মুখ থুবড়ে বসে থাকেন কখন কোথায় অফারে কি পাওয়া যাচ্ছে তাই কিনতে। তারই ধারাবাহিকতায় cornQ তাদের হোস্টিং প্যাকেজের উপর দিচ্ছে ৬০% পর্যন্ত ছাড়। এছাড়াও ডোমেইন ও এসএসএল সার্টিফিকেট এর উপরও দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এই ছাড় চলবে ২৭ নভেম্বর সারাদিন তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://cornq.com/blackfriday