আসছে শাওমির চারদিকেই বাকানো ডিসপ্লের ফোন

শাওমি বেশ কিছুদিন ধরে আলোচনার শীর্ষে অবস্থান করছে তাদের দারুন সব উদ্ভাবনের কারনে। এর মধ্যে ভাঁজ করার মতো ফোন নিয়ে অনেক গুজব চলছিলো টেক দুনিয়ায় । সেই গুজব কমতে না কমতেই শাওমি এবার নিয়ে আসছে চারদিকে বাকানো ডিস্প্লের ফোন। কিছুনা স্যামসাং S7,S8 এর মতো, তবে তা চারদিকেই বাকানো থাকবে। ডাচ ব্লগ Lets Go Digital এর মতে শাওমি এই ধরনেরই একটি ফোন কিছুদিন আগে পেটেন্ট করেছে।

শাওমির এই পেটেন্টের খবর কিছুদিন আগে গ্লোবাল ডিজাইন ডাটাবেসে দেখা গেছে। উপরে দেয়া ডিজাইন দেখে বুঝা যাচ্ছে এই ফোনের ডুয়াল ক্যামেরা থাকছে। পেছনের ফিঙ্গারপ্রিন্ট সরিয়ে In Screen ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। থাকছেনা 3.5 MM এর জ্যাক  ও।
এবার শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক কবে আসে।

আর এই ফাকে স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে জানতে দেখে আসুনঃ স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে যত কথা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে যত কথা

Next Post
স্যামসাং এর ১২ জিবি র‍্যামের ফোন

১২ জিবি র‍্যাম ও ১০২৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের স্যামসাং এস১০+

Related Posts